Advertisement
Advertisement
Ian Botham

টেস্টের মরা গাঙে বান এনেছে বাজবল ক্রিকেট, স্টোকসদের নিয়ে গর্বিত বোথাম

ম্যাকালাম-স্টোকস জুটিকে নিয়ে উচ্ছ্বসিত বোথাম।

Ian Botham credits England Bazball style for reviving Test cricket । Sangbad Pratidin

বোথাম ও ইংল্যান্ড দল। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 7, 2024 7:37 pm
  • Updated:February 7, 2024 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজবল ক্রিকেটের ফলে টেস্টের মরা গাঙে বান এসেছে। কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথামের (Ian Botham) ধারণা এই ধরনের ক্রিকেটের ফলে টেস্ট ক্রিকেট প্রাণ ফিরে পেয়েছে। মানুষ দেখতে আসছেন টেস্ট ক্রিকেট।

বোথামের মতে, ব্রেন্ডন ম্যাকালাম ও বেন স্টোকস জুটি ইংল্যান্ডের প্রথাগত টেস্ট ক্রিকেটের ধারণা বদলে দিয়েছে। বোথামকে বলতে শোনা গিয়েছে, ”দর্শকদের দিকে তাকিয়ে দেখুন। দর্শকরা এখন টেস্ট ক্রিকেটের প্রতি নতুন করে আগ্রহ ফিরে পেয়েছেন। ভারতের বিরুদ্ধে ২০-৩০ বছর আগেও মাঠ ভর্তি হত। কিন্তু এরপরে ওয়ানডে ক্রিকেট, আইপিএলের জন্য টেস্টে দর্শকসংখ্যা কমতে শুরু করে। বাজবল ক্রিকেট দেখার জন্য মানুষ আবার মাঠে ফিরছে। এটা ভাল দিক।” 

Advertisement

[আরও পড়ুন: চোট আঘাতের সমস্যা মোহনবাগানে, হায়দরাবাদ ম্যাচে ঝুঁকি নিতে চান না হাবাস]

বাজবল ক্রিকেটের ফলে উপকৃত হয়েছে ইংল্যান্ড। বাজবল ক্রিকেট শুরু করার পর থেকে ইংল্যান্ড বেশি ম্যাচ জিতেছে। তুলনায় হেরেছে কম। বোথাম বলছেন, ”দিনের শেষে ক্রিকেটাররাই কিন্তু দর্শকদের আনন্দ দেন। ঘণ্টায় ১.২ করে রান করছে, এটা কেউ দেখার জন্য মাঠে আসে না। খেলাটায় কর্তৃত্ব দেখাবে খেলোয়াড়রা, এটাই দেখতে চায় সবাই। ম্যাচে হার-জিত রয়েছে। একটা দুটো ম্যাচ হারতে পারো। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ১২টিতে জিতেছে।”

[আরও পড়ুন: সেরার সেরা বুমরাহ, ‘বিশ্বজয়ী’ ভারতের তারকা পেসার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement