Advertisement
Advertisement

Breaking News

Mithali Raj

টার্গেট বিসিসিআইয়ের বড় পদ! এবার ক্রিকেট প্রশাসনে আসতে চান মিতালি রাজ

আগামী দিনে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন, অবসরের দিনই ইঙ্গিত দিয়েছিলেন মিতালি।

I would love to be in BCCI administration, says Mithali Raj | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:June 11, 2022 6:11 pm
  • Updated:June 11, 2022 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই অবসর ঘোষণা করেছেন। অবসর ঘোষণার সময় যে বার্তা দিয়েছিলেন তাতেই ইঙ্গিত ছিল। এবার সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দিলেন মিতালি রাজ (Mithali Raj)। আগামী দিনে ক্রিকেট প্রশাসনে আসতে চান টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। বিসিসিআইয়ের বড় কোনও পদে আসাটাই টার্গেট তাঁর।

I would love to be in BCCI administration, says Mithali Raj
ফাইল ছবি

অবসরের পরও যে তিনি ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে চান, সেটা অবসর ঘোষণার বার্তাতেই জানিয়ে দিয়েছিলেন মিতালি। তাঁর বক্তব্য ছিল, “ক্রিকেটকে ভালবাসি। তাই অবসর নিলেও মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে এই খেলার সঙ্গে জড়িত থাকতে চাই।” প্রথমে অনেকের ধারণা হয়েছিল ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) এই কিংবদন্তি হয়তো আগামী দিনে কোচ কিংবা মেন্টর হয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন। কিন্তু মিতালি এদিন কার্যত জানিয়ে দিলেন, তিনি ক্রিকেট প্রশাসনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: এসব বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হাওড়ার হিংসা রুখতে কড়া বার্তা মমতার]

প্রাক্তন ভারত অধিনায়ক বৃহস্পতিবার বলেন,”সুযোগ পেলে আমি ক্রিকেট প্রশাসনে যুক্ত হতে চাই। এতগুলো বছর ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেটা প্রশাসনের সঙ্গে যুক্ত হলে কাজে লাগাতে পারব বলেই মনে হয়।” মিতালির যুক্তি, বোর্ডের কোনও না কোনও শীর্ষপদে মহিলার থাকা উচিত। কারণ মেয়েরাই মেয়েদের ক্রিকেটকে সবচেয়ে ভাল বোঝেন। উদাহরণ হিসাবে অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক এবং ইংল্যান্ডের ক্লের কোনরের কথা মনে করিয়েছেন মিতালি। তিনি বলছেন, “আমি নিশ্চিত সুযোগ পেলে মহিলাদের ক্রিকেট প্রশাসনে গিয়ে আমি ভাল কাজ করতে পারব।”

[আরও পড়ুন: মানসিক রোগের চিকিৎসার পরেও কেন পুলিশকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র? পার্কসার্কাস কাণ্ডে উঠছে প্রশ্ন]

যদিও কেরিয়ারের পরবর্তী পদক্ষেপের আগে খানিকটা সময় নিতে চান মিতালি। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বলেছেন,”সদ্যই আমি অবসর ঘোষণা করেছি। এবার কিছুদিন নিশ্চিন্তে ছুটি কাটাতে চাই। বহু বছর পর আমি নিশ্চিন্তে ছুটি কাটাতে যাচ্ছি। দেখা যাক আগামী দিনে কোন কাজটা ভাল লাগে। তবে আমি অবসরের পর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকব, এটা নিশ্চিত। কীভাবে সেটাই ভেবে দেখতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement