ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৪ মার্চ। বিশাখাপত্তনমে কেএল রাহুলের পুরনো দল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে তারা। তার আগে রাহুল দিল্লি দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। তবে মরশুম শুরুর আগে তিনি বেশ টেনশনেও ছিলেন। সে কথা স্বীকার করেছেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার।
রাহুল গত তিন মরশুম লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন। যদিও তাঁর ক্যাপ্টেন্সিতে এলএসজি সাফল্যের মুখ দেখেনি। তাই নিলামের আগেই তাঁকে ছেড়ে দেয় লখনউ কর্তৃপক্ষ। এবারের নিলামে দিল্লি ১৪ কোটি টাকায় কিনে নেয় রাহুলকে। নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার। তবে একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, নিলামের আগে কিছুটা চাপের মধ্যে ছিলেন। সম্প্রচারকারী চ্যানেলকে নিলাম সম্পর্কে রাহুল বলেন, “এই অভিজ্ঞতাটা বেশ চাপের ছিল। কোন দল আপনাকে কিনবে তা জানা সত্যিই কঠিন। নিলাম কতটা অনিশ্চিত হতে পারে তা আমি বছরের পর বছর ধরে লক্ষ্য করেছি। আমি গত তিন বছর অধিনায়কত্ব করেছি। দল গঠনের প্রক্রিয়ায় জড়িত ছিলাম। আমি জানি, ফ্র্যাঞ্চাইজির উপর সঠিক দল বেছে নেওয়ার চাপ কতটা। কিন্তু খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে এটি আরও কঠিন। কারণ কেরিয়ার এক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যায়।”
রাহুলের সংযোজন, “নিলাম খেলোয়াড়ের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাঁকে নতুন চ্যালেঞ্জের সামনেও ফেলতে পারে। আমি নার্ভাস ছিলাম। কিছুটা টেনশনও ছিল। কিন্তু একই সঙ্গে মনে হয়েছিল, এটা আমার কেরিয়ারের জন্য সঠিক পদক্ষেপ। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি। দলের মালিক পার্থ জিন্দাল আমার খুব কাছের বন্ধু। আমরা ক্রিকেট ছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি জানি তিনি খেলাটাকে কতটা পছন্দ করেন। আমি এই দলের অংশ হতে পেরে আনন্দিত। আমাদের দল শক্তিশালী। ভারসাম্যপূর্ণও। অভিজ্ঞ এবং তরুণ প্রতিভা নিয়ে তৈরি আমাদের দল।”
দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়াটা রাহুলের কাছে যে নতুন এক অভিজ্ঞতা, সে কথাও তিনি সম্প্রচারকারী চ্যানেলকে জানান। রাহুল জানিয়েছেন, “যখনই আপনি নতুন দলে যান তখন অনেক প্রশ্ন মনে আসে। যেমন ক্রিকেটাররা কেমন হবে, মালিক কীভাবে দল পরিচালনা করবেন, সমর্থকদের প্রতিক্রিয়া কী হবে ইত্যাদি। কিন্তু দলের সমন্বয় দেখে মনে হচ্ছে প্রয়োজনীয় সমস্ত দিকই বিবেচনা করা হয়েছে। আমি তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলার ও তাদের কাছ থেকে শেখার সুযোগ পাব। যা ভেবে রোমাঞ্চিত।”
মিচেল স্টার্ক, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের মতো দুর্দান্ত ক্রিকেটাররা রয়েছেন দিল্লি ক্যাপিটালসে। এখন দেখার লখনউ থেকে দিল্লিতে এসে রাহুলের ‘কাপ ভাগ্য’ ফেরে কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.