সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র
শিলাজিৎ সরকার: নিলাম আইপিএলের আসল আকর্ষণ। আমি নিলামের পক্ষে। তবে নিলাম হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। আইপিএলের মহানিলাম প্রসঙ্গে এমনটাই বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আইপিএল থেকে কি এবার উঠে যাবে মহানিলাম? এই প্রশ্নই বারবার ঘুরেফিরে এসেছে আইপিএলের দলের মালিকদের সভায়। সূত্রের খবর, তিন বছর অন্তর মেগা অকশনের বিরোধিতায় সবচেয়ে বেশি সরব হয়েছে কেকেআর। এছাড়াও প্লেয়ার রিটেনশন এবং রাইট টু ম্যাচ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ২০২৫ সালে আইপিএলের (IPL) মেগা নিলাম হওয়ার কথা আছে। তার আগে বুধবার মুম্বইয়ে বিসিসিআইয়ের দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা। সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন, প্রতি বছর মিনি অকশন থাকাই উচিত। এই মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান।
ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দেশের প্রাক্তন অধিনায়ক আইপিএলের নিলামের হয়েই সওয়াল করলেন।
লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসে সৌরভকে দেওয়া হয় ‘ভারত গৌরব’ সম্মান। সেই সম্মান প্রদান মঞ্চে ঘুরে ফিরে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বজয়ের প্রসঙ্গ। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা জুটিতে বিশ্বজয় করেছে টিম ইন্ডিয়া। সৌরভ প্রেসিডেন্ট থাকার সময়ে এই দুজনকে কোচ এবং অধিনায়কের চেয়ারে বসিয়ে যান। সেই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ”খেলায় কী হবে কেউ জানে না। তবে সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে। তবেই ভালো ফলাফল পাওয়া সম্ভব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.