সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে ভারতে ক্রিকেটই আলাদা একটি ধর্ম। কারণ এদেশের জনপ্রিয়তম খেলা বাইশ গজের লড়াই। কিন্তু সেই ক্রিকেটেই এবার ধর্মের ছায়া। নির্দিষ্ট জাতের না হলে অংশগ্রহণ করা যাবে না টুর্নামেন্টে! সম্প্রতি হায়দরাবাদের (Hyderabad) একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের এমন নিয়মের কথা প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নেটদুনিয়ায় সরব হয়েছেন নেটিজেনরাও।
জানা গিয়েছে, নিজামের শহরের নাগোল এলাকার BSR স্টেডিয়ামে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর আয়োজিত হওয়ার কথা ছিল ওই টুর্নামেন্টের। ৩৫০০ টাকা ছিল প্রবেশমূল্য। তবে টুর্নামেন্টের পোস্টারটি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কারণ ওই পোস্টারে স্পষ্ট উল্লেখ ছিল, কেবল ‘ব্রাহ্মণ’রাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। শুধু তাই নয়, অংশগ্রহণকারী দলগুলোর প্রত্যেক ক্রিকেটারকেই নিজস্ব পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়, যাতে সহজেই তাঁদের পরিচয় জানা যায়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনা আবহে যাবতীয় বিধি মেনে টুর্নামেন্টটি আয়োজিত হলেও কেবলমাত্র ব্রাহ্মণদের খেলতে দেওয়ার বিষয়টি নিয়েই মূলত বিতর্ক দানা বেঁধেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই টুর্নামেন্টের পোস্টারটি। আর তারপরই বিভিন্ন মহলে সমালোচনা ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে ভালভাবে নেননি। অনেকেই এজন্য আয়োজকদের কাঠগড়ায় তোলেন।
A exclusive tournament to assert the #brahmin_merit with the support of the brahmin State. pic.twitter.com/uqoIBJF1a9
— Thaiyaan (@thaiyaan) December 27, 2020
Exclusive cricket tournament for brahmins. Imagine this, but with education that’s at least a 1,000 years of subcontinental history right there. https://t.co/xYkKwxrJXR
— Raj Shekhar || রাজ শেখর (@DiscourseDancer) December 27, 2020
Am I surprised? No! I grew up in this city so I know how all pervasive and regressive the Brahmin elitism is (my own extended family practises modern forms of untouchability).
But how are we letting this divisive mentality foster, @KTRTRS and @GHMCOnline? https://t.co/fS2T0YI7hw
— Lasya Nadimpally (@nlasya) December 27, 2020
The Brahmin Cricket Tournament will be won by the Team which can give the most Potent Shraap. Ideally, the winning prize should be the entire team collecting Bhiksha from the spectators and blessing them pic.twitter.com/yqHChUT4OM
— Joy (@Joydas) December 28, 2020
“Brahmin cricket tournament”
“No other caste players are allowed”
Sure…tell me caste isn’t a problem today.
I guess this is the first time I’ve seen it articulated openly but this is every cricket tournament no? (Also every company, every decision making body no?) https://t.co/Q56ObZs67c— Dr. Aarti Shyamsunder (@Aartideetoo) December 28, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.