Advertisement
Advertisement
Lucknow

হায়দরাবাদের কাছে অসহায় আত্মসমর্পণ, হেরে প্লে অফের দৌড়ে পিছল লখনউ

১০ উইকেটে জয়ী অরেঞ্জ আর্মি।

Hyderabad beats Lucknow by ten wickets
Published by: Anwesha Adhikary
  • Posted:May 8, 2024 10:17 pm
  • Updated:May 8, 2024 10:38 pm  

লখনউ সুপার জায়ান্টস: ১৬৫/৮ (বাদোনি ৫৫, পুরান ৪৮, ভুবনেশ্বর ২/১২)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৭/০ (হেড ৮৯, অভিষেক ৭৫)

Advertisement

১০ উইকেটে জয়ী হায়দরাবাদ। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসহায় আত্মসমর্পণ। হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে কার্যত উড়ে গেল লখনউ। সেই সঙ্গে প্লে অফে খেলার সম্ভাবনাও প্রায় শেষ করে ফেললেন কে এল রাহুলরা। অন্যদিকে, দাপুটে জয় পেয়ে প্লে অফে ওঠার রাস্তা অনেকখানি পরিষ্কার করে নিল প্যাট কামিন্সের দল। 

আইপিএলে (IPL 2024) গত দুই মরশুমে খেলেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। দুবারই প্লে অফে উঠেছে নতুন দলটি। কিন্তু এই প্রথমবার সেই নিয়মে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ টানা দুই ম্যাচ হেরেছেন রাহুলরা। পরের দুটি ম্যাচও বিপক্ষের ঘরের মাঠে খেলতে হবে তাঁদের। অন্যদিকে, দুরন্ত জয় পেয়ে এদিন পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল হায়দরাবাদ। ভালো রান রেট থাকার দরুণ প্লে অফে যোগ্যতা অর্জনের দড়ি টানাটানিতেও এগিয়ে থাকবে অরেঞ্জ আর্মি। 

[আরও পড়ুন: ‘বাবর তিনটে ছক্কা মেরে দেখাও’, পাক অধিনায়ককে খুল্লমখুল্লা চ্যালেঞ্জ প্রাক্তন ক্রিকেটারের] 

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক রাহুল। কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে দলের ইনিংস। কুইন্টন ডি’কক, মার্কাস স্টয়নিস দ্রুত আউট হয়ে যান। পরের দিক আয়ুষ বাদোনির হাফসেঞ্চুরি ও নিকোলাস পুরানের দাপটে কোনওমতে ১৬৫ রান তোলে লখনউ। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। 

১৬৬ রানের টার্গেট কার্যত ছেলেখেলা করে তুলে ফেলে হায়দরাবাদ। পাওয়ার প্লের মধ্যেই একশো রানের গণ্ডি পেরয় তারা। লখনউ বোলিংকে তুলোধনা করে মাত্র ১০ ওভারেই ম্যাচ শেষ করে ফেলেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। একটাও উইকেট ফেলতে পারেননি লখনউয়ের বোলাররা। একপেশে ম্যাচ জিতে প্লে অফে খেলার আরও জোরদার দাবি তুলে দিল সানরাইজার্স। 

[আরও পড়ুন: ‘তুমি ইস্টবেঙ্গলের হয়ে খেলবে’, লাল-হলুদ কিংবদন্তিকে পরামর্শ দিয়েছিলেন খোদ রবিঠাকুর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement