Advertisement
Advertisement
Mohammed Shami

আচমকাই শামির বাড়ির সামনে শতাধিক লোকের ভিড়, বাড়াতে হল নিরাপত্তা, ভিডিও ভাইরাল

উত্তরপ্রদেশে নিজের ফার্মহাউসেই রয়েছেন শামি।

Huge crowd gathered at Mohammed Shami residence in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2023 3:23 pm
  • Updated:December 11, 2023 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের পর আপাতত বিশ্রামে রয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। চোটের কবলে পড়ে বেশ কয়েকদিন এনসিএতেও কাটাতে হয়েছিল তারকা পেসারকে। তার পর থেকে উত্তরপ্রদেশের আমরোহাতে নিজের ফার্মহাউসেই রয়েছেন তিনি। কিন্তু সোমবার সকালে আচমকাই বহু মানুষের ভিড় জমে যায় তাঁর বাড়ির সামনে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাও বাড়াতে হয় শামিকে।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে আগুন ঝরিয়েছিলেন বঙ্গ পেসার। প্রথম চারটি ম্যাচে দল থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু ফিরে এসেই দুরন্ত ছন্দে ছিলেন শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীও হন তিনি। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পরে জানা যায়, গোটা বিশ্বকাপেই গোড়ালির অস্বস্তি নিয়ে খেলতে হয়েছিল শামিকে। ডেলিভারি করার সময়ে পা যখন মাটিতে ল্যান্ড করত, তখন প্রবল যন্ত্রণা হত। সেই যন্ত্রণা উপেক্ষা করেই শামি দেশের হয়ে নিজেকে নিংড়ে দিয়েছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: ফের ডামাডোলে পাকিস্তান, এবার কোন নতুন সমস্যায় পড়লেন বাবররা?]

বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। তার পরেই দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু কোনও স্কোয়াডেই জায়গা হয়নি শামির। টেস্ট দলে কেবল জায়গা পেয়েছেন। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিন্তু এখন সন্দেহ তৈরি হয়েছে। চোট পুরোদস্তুর না সারলে শামিকে কি পাঠানো হবে? শামিকে ঘিরে এখন প্রশ্নের পর প্রশ্ন। এহেন পরিস্থিতিতেই নিজের বাড়ির সামনে বিশাল ভিড়ের ভিডিও পোস্ট করেন শামি।

কিন্তু আচমকা শামির বাড়ির সামনে শতাধিক লোকের জমায়েত কেন? কারণ খোলসা করেছেন তারকা পেসার নিজেই। সোমবারই নিজের আমরোহার বাড়িতে ফিরেছেন শামি। সেই খবর পেয়ে ভক্তরা ছুটে আসেন তাঁকে একটিবার দেখবেন বলে। ফলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় শামির বাড়িতে। নিরাপত্তা বাড়াতে হয় সেখানে। তবে শেষ পর্যন্ত প্রত্যেক ভক্তকেই নিজের বাড়িতে ঢুকতে দেন শামি। সেলফিও তোলেন সকলের সঙ্গে।

[আরও পড়ুন: ‘মরশুমের শেষে এই ড্রয়ের ফল ভুগতে হবে’, পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে আশঙ্কিত কুয়াদ্রাত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement