জেনে নিন অনলাইনে টিকিট কাটার খুঁটিনাটি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) নিয়ে উন্মাদনা তুঙ্গে। ২০১১ সালের পর ফের একবার কি টিম ইন্ডিয়া (Team India) কাপ যুদ্ধ জিততে পারবে? সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। স্বভাবতই যত দিন যাচ্ছে, ততই টিকিটের জন্য হাহাকার বাড়ছে। তৈরি হয়েছে ব্যাপক চাহিদা।
তবে এবার আইসিসি (ICC) টিকিট কাটার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। সব টিকিট অনলাইনে কাটতে হবে। তবে মাঠে প্রবেশ করতে হবে টিকিটের হার্ড কপি নিয়ে। ২৫ আগস্ট থেকেই আসন্ন বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন। কিন্তু কীভাবে টিকিট কাটবেন? সেটা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। কী রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম? সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ক্রিকেটপ্রেমীদের সুবিধার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল।
কীভাবে হাতে পাবেন কাপ যুদ্ধের টিকিট?: কালোবাজারি রুখতে আইসিসি ধাপে ধাপে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা অতীতে কখনও হয়নি। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ফিজিক্যাল টিকিট নিয়ে মাঠে ঢুকতে হবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। আইসিসি জানিয়েছে, টিকিট কাটার জন্য সবার আগে নাম রেজিস্টার করতে হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ ওয়েবসাইটে। যদি একটি ম্যাচে নির্ধারিত টিকিটের চেয়ে বেশি আবেদন জমা পড়ে তাহলে লটারি হবে।
#CWC23 Ticket sales
25 August: Non-India warm-up matches and all non-India event matches
30 August: India matches at Guwahati and Trivandrum
31 August: India matches at Chennai, Delhi and Pune
1 September: India matches at Dharamsala, Lucknow and Mumbai
2… pic.twitter.com/GgrWMoIFfA
— ICC (@ICC) August 15, 2023
টিকিট বুকিং করার পদ্ধতি ও দাম: সমর্থকরা আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশন উইন্ডোতে গিয়ে প্রতিবেদনে দেওয়া লিঙ্কে (https://www.cricketworldcup.com/register) ক্লিক করতে পারেন। সেখানে তাদের প্রথমে নাম। তারপর ইমেল আইডি, যোগাযোগ নম্বর, জন্ম তারিখ এবং ঠিকানা দিতে হবে। তারপর তাদের সেই শহর বা শহরগুলিকে নির্বাচন করতে হবে যেখানে তারা ম্যাচগুলিতে দেখতে করতে আগ্রহী এবং তারা যে দলগুলির টিকিট কিনতে আগ্রহী সেতাও নির্বাচন করতে হবে। সেই অনলাইন ফর্মের সব জায়গা পূরণ করার পর সাবমিট করে দিন। এখনও পর্যন্ত যা খবর তাতে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম হবে।
কবে কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে?:
২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ, তার টিকিট বিক্রি শুরু হবে।
৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলি রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে।
১ সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধরমশালা, লখনউ এবং মুম্বইয়ে রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে।
২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।
৩ সেপ্টেম্বর আহমেদাবাদে যে ভারত-পাকিস্তান ম্যাচ, তার টিকিট বিক্রি শুরু হবে।
১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.