Advertisement
Advertisement
Team India

অজিদের কাছে হারলেও, কোন ছকে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে পারে টিম ইন্ডিয়া?

কটা ম্যাচ জিতলে ফাইনাল খেলবে ভারত?

How Team India play once again WTC Final 2025 despite beating Australia? find out

ইংল্যান্ডকে হারানোর পর একফ্রেমে ভারতীয় দল। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 11, 2024 6:04 pm
  • Updated:March 11, 2024 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের পর ২০২৩। প্রথমবার নিউজিল্যান্ড (New Zealand) এবং গতবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল (World Test Championship Final) খেলেছিল টিম ইন্ডিয়া (Team India)। এবং গত দুবারই ভারতকে ফাইনালে হারতে হয়েছিল। তবে সবকিছু ঠিকঠাক থাকলে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে ‘মেন ইন ব্লু’ ব্রিগেডের আরও একবার ফাইনাল খেলার সম্ভাবনা প্রবল। কারণ ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর শীর্ষে রয়েছে ভারতীয় দল।

ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা: ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর, ভারত আরও ১০টি টেস্ট খেলবে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টেস্ট খেলবে ভারত। এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ডন ব্র্যাডম্যানের দেশে উড়ে যাবেন জশপ্রীত বুমরাহ-মহম্মদ শামিরা। বাকি ১০টি টেস্টের মধ্যে পাঁচটিতে জিতলেই টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারত।

Advertisement

[আরও পড়ুন: ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে দিল্লিতে খেলবেন অধিনায়ক পন্থ? জবাব দিলেন সৌরভ]

অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার সম্ভাবনা: সাতটি টেস্ট বাকি আছে অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে। শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে। চারটি জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে।

নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা: নিউজিল্যান্ড আরও আটটি টেস্ট খেলবে। এরমধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দেশে দুটি টেস্ট এবং ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলবে কিউইরা। এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা: বেন স্টোকসদের কাজটা বেশ কঠিন। বাকি ১২টি টেস্টের মধ্যে সবকটা ম্যাচেই ইংল্যান্ডকে জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে টেস্ট খেলার পাশাপাশি পাকিস্তান এবং নিউজিল্যান্ডে গিয়ে তিনটি করে টেস্ট খেলবে ইংল্যান্ড।

[আরও পড়ুন: কোন টেল এন্ডারের ব্যাটিং দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে অকপট রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement