Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

কীভাবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রয়ে গেলেন হার্দিক? সামনে এল আসল কারণ

বিশ্বকাপে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক।

How Hardik Pandya managed to get a Grade A BCCI central contract

চোটপ্রবণ হার্দিককে নিয়ে চিন্তায় বিসিসিআই। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 1, 2024 7:26 pm
  • Updated:March 1, 2024 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই ‘অবাধ্য’ ক্রিকেটার ঈশান কিষান (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো তিনিও কেন্দ্রীয় চুক্তি হারাতে পারতেন। হ্যাঁ, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) কথা বলা হচ্ছে। তবে শোনা যাচ্ছে, বিসিসিআইয়ের (BCCI) কর্তাদের কাছে রীতিমতো ‘মুচলেকা’ দিয়ে শাস্তির হাত থেকে বাঁচেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার! এমনই অবাক করার মতো খবর সামনে এল। 

৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। এর পর থেকেই মাঠের বাইরে তিনি। সম্প্রতি ডি ওয়াই পাতিল টি-২০ প্রতিযোগিতা খেলতে নামলেও ফিটনেসের অজুহাত দেখিয়ে রনজি ট্রফি (Ranji Trophy) খেলেননি হার্দিক। তবে বরোদার হয়ে সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠে না নামলেও তাঁর নাম কিন্তু কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। সেটা নিয়ে সোশাল মিডিয়াতে প্রশ্ন তুলে দিয়েছিলেন ইরফান পাঠান।

Advertisement

[আরও পড়ুন: ‘ওরা দেশের থেকে বড় নয়’, ‘অবাধ্য’ শ্রেয়স-ঈশানের উপর বেজায় চটলেন কপিল দেব]

যদিও বোর্ডের একটি সূত্র বলছে, ‘মুচলেকা’ দিয়ে শাস্তি এড়িয়েছেন হার্দিক। এই ইস্যু নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, “হার্দিক বুঝতে পেরেছিল যে তার আচরণে বোর্ড অসন্তুষ্ট। আর তাই আগামী মরশুমে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলার কথা দিয়েছে হার্দিক। জানিয়ে দিয়েছে আগামী বছর বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক চলার সময় ভারতীয় দলের কোনও খেলা না থাকলে, হার্দিক অবশ্যই ঘরোয়া মঞ্চে সাদা বলের ক্রিকেট খেলবে। এমন প্রতিশ্রুতি পাওয়ার পরেই হার্দিককে ছাড় দেওয়া হয়েছে।”

কিন্তু হার্দিক কেন ঈশান ও শ্রেয়সের মতো রনজি থেকে সরে দাঁড়িয়েছিলেন? সেই কর্তা ফের বলেন, “লাল বলের ক্রিকেটে বোলিং করার মতো শারীরিক অবস্থা ওর নেই। তাছাড়া ওকে টেস্ট দলের জন্য বিবেচিত করাও হয় না। এছাড়া ও খুবই চোটপ্রবণ। তাই রনজি না খেললেও তেমন সমস্যা নেই। ওর দিকটাও বুঝতে পেরেছে জাতীয় নির্বাচকরা। তবে টিম ইন্ডিয়ার হয়ে সীমিত ওভারের ফরম্যাট খেলতে হলে ওকে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলতেই হবে।” 

এবারের মতো ঘরোয়া ক্রিকেট মরশুম প্রায় শেষের দিকে। রনজি ট্রফির দুটি সেমিফাইনাল ও ফাইনাল শেষ হলেই আইপিএল শুরু হয়ে যাবে। এমন প্রেক্ষাপটে হার্দিক কি আগামী মরশুমে ঘরোয়া মঞ্চে সাদা বলের ক্রিকেট খেলতে নামবেন? সেটাই দেখার বিষয়।

[আরও পড়ুন: বয়স ভাঁড়ানোর অভিযোগ, চলতি মরশুমে সাসপেন্ড অনূর্ধ্ব-১৭ ইস্টবেঙ্গল দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement