Advertisement
Advertisement
Virat Kohli

‘আশা রাখি বিশ্বকাপ দলে ডাক পাবে না কোহলি’, হঠাৎ একথা কেন বললেন ম্যাক্সওয়েল?

আরসিবিতে কোহলিরই সতীর্থ ম্যাড ম্যাক্স। সেই তিনিই বিশ্বকাপে চান না কোহলিকে।

Hope India don't pick Virat Kohli in T20 World Cup, says Glenn Maxwell

বিরাট কোহলি।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 11, 2024 8:26 pm
  • Updated:April 11, 2024 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি (Virat Kohli) কি থাকবেন? তা নিয়ে দেশজুড়ে চলছে জোর চর্চা। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর কোহলির ফিটনেস নিয়ে উচ্ছ্বসিত। সেই আবহেই কোহলির দলের সতীর্থ গ্লেম ম্যাক্সওয়েল কিন্তু অন্য সুর তুলছেন।
অজি তারকা জানিয়েছেন, তিনি আশা রাখেন কোহলিকে বিশ্বকাপের দলে রাখা হবে না। ম্যাড ম্যাক্স রসিকতার আশ্রয়ে বলেছেন, ”চাপের মুখে নিজেকে উজাড় করে দেয় কোহলি। ওর মতো ক্রিকেটারের সঙ্গে আমি আগে কখনও খেলিনি। ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের বিরুদ্ধে কোহলি যে ইনিংসটা খেলেছিল, তা অন্যতম সেরা। ম্যাচ জিততে হলে কী করতে হবে তা কোহলির থেকে ভালো কেউ বোঝে না। আমি আশা রাখি ভারত ওকে দলে নেবে না। আমাদের বিরুদ্ধে যেন বিরাট না খেলে।”

[আরও পড়ুন: অলিম্পিকে সোনা জিতলেই আর্থিক পুরস্কার, কত টাকা পেতে পারেন নীরজ চোপড়ারা?]

 

Advertisement

ম্যাড ম্যাক্স যে ইনিংসটার উল্লেখ করেছেন, তার পরেই চেজমাস্টার হিসেবে জনপ্রিয়তা পান কোহলি। চলতি আইপিএলেও কোহলির ব্যাট চলছে। তবে  বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে কিন্তু ব্যর্থ হন কোহলি। বুমরাহর বলে ফিরতে হয় কোহলিকে। কিন্তু আসল সময়ে কোহলি যে তেতে ওঠেন। মেলবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোহলির ওই রান তাড়া চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। এবারের বিশ্বকাপে কোহলি খেললে মন ভালো করা ইনিংস যে তিনি খেলবেন এব্যাপারে একপ্রকার নিশ্চিত ভক্তরা। 

[আরও পড়ুন: টানা তিন জয়ের পর হারের ধাক্কা! কলকাতায় ফিরেই কালীঘাটের মন্দিরে চার নাইট তারকা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement