Advertisement
Advertisement

Breaking News

India Cricket team

ডনের দেশে অ্যাসিড টেস্ট, অস্ট্রেলিয়ায় লাল বলের সিরিজে কেমন পারফরম্যান্স ভারতের?

এশিয়ার প্রথম দল হিসাবে অজিভূমে গিয়ে টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব ভারতের।

History of India Cricket team playing test series in Australia
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2024 8:28 pm
  • Updated:November 21, 2024 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু বর্ডার গাভাসকর ট্রফি। ডন ব্র্যাডম্যানের দেশে পাঁচ টেস্টে লড়াই ভারত-অস্ট্রেলিয়ার। পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত আদৌ খেলতে পারবে কিনা, সেই প্রশ্নের উত্তরও মিলবে এই সিরিজ থেকেই। টানটান লড়াইয়ের আগে একনজরে দেখে নেওয়া যাক, অজি সফরে গিয়ে আজ পর্যন্ত কেমন পারফরম্যান্স করেছে ভারতীয় দল।

১৯৪৭ সালে স্বাধীনতার পরেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেবার পাঁচ টেস্টের সিরিজে ৪-০ হেরে ফিরেছিল ভারতীয় দল। পরের বার ১৯৬৭-৬৮ মরশুমেও পাঁচ টেস্টের সিরিজে একই ফলাফল হয়। দশ বছর পরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অবশ্য দুটো টেস্ট জিতে আসে মেন ইন ব্লু। পাঁচ টেস্টের সিরিজ অবশ্য ৩-২ ফলে জেতে অস্ট্রেলিয়া। ১৯৮০-৮১ এবং ১৯৮৫-৮৬ মরশুমে তিন ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারত। দুবারই সিরিজ ড্র হয়। ১৯৯১-৯২ মরশুমে ফের পাঁচ টেস্টের সিরিজ ৪-০ হেরে যায় ভার‍ত।

Advertisement

১৯৯৬ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নামকরণ করা হয় বর্ডার-গাভাসকর ট্রফি। সুনীল গাভাসকর এবং অ্যালান বর্ডার- দুই দেশের দুই কিংবদন্তির নামে ট্রফির নাম রাখা হয়। তার পরে ১৯৯৯-২০০০ সালে অজি সফরে গিয়ে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত। ২০০৩-০৪ মরশুমে অস্ট্রেলিয়ায় গিয়ে একটি টেস্ট জেতে ভারত। চার ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ ফলে। ২০০৭-০৮ মরশুমে মাঙ্কিগেট বিতর্কের মধ্যে চার টেস্টের সিরিজ ২-১ ফলে জেতে অস্ট্রেলিয়া। ২০১১-১২ এবং ২০১৪-১৫ মরশুমে চার টেস্টের সিরিজে যথাক্রমে ৪-০ এবং ২-০ ফলে হারে ভার‍ত।

২০১৮-১৯ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে গিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফেরে ভারত। এশিয়ার প্রথম দল হিসাবে অজিভূমে গিয়ে টেস্ট সিরিজ জেতার কৃতিত্বও অর্জন করেন বিরাট কোহলিরা। ২-১ ফলে চার টেস্টের সিরিজ জেতে ভারত। ২০২০-২১ সালে অজি সফরে গিয়ে দিনরাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে যান বিরাট কোহলিরা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চার টেস্টের সিরিজ ২-১ ফলে জেতে অজিঙ্ক রাহানের ভারত। এবার পাঁচ টেস্টের লড়াই। অজিভূমে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে?

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement