ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির রনজি প্রত্যাবর্তনের ‘পার্টি’ ভেস্তে দিয়েছেন তিনি। একটা ডেলিভারিই থামিয়ে দিয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামের হৃদস্পন্দন। তারপর থেকেই চর্চা চলছে সেই হিমাংশু সাঙ্গওয়ানকে নিয়ে। রেলওয়েজের এই পেসারও জীবনের শুরুতে টিকিট কালেক্টর ছিলেন, ঠিক মহেন্দ্র সিং ধোনির মতোই।
১২ বছর পরে রনজিতে খেলছেন বিরাট। দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমেছিলেন দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে। প্রথম রানটি করার পর আরও উৎসাহিত হয়ে পড়ে দর্শককুল। তার পরেই বল করতে আসেন হিমাংশু। তাঁর বলে স্টেপ আউট করে দুরন্ত স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি হাঁকান বিরাট। কিন্তু পরের ডেলিভারিতেই বিরাটের অফস্টাম্প ছিটকে দেন হিমাংশু। অরুণ জেটলি স্টেডিয়ামে তখন পিন পড়ার স্তব্ধতা।
Thankyou Himanshu Sangwan for saving the internet! We are proud of you! #ViratKohli #ViratKohli pic.twitter.com/dDuRvuJN59
— Rahul Joshi (@rahulljoshiii) January 31, 2025
তারপর থেকেই নেটদুনিয়ার চর্চায় উঠে এসেছেন হিমাংশু। রেলওয়েজের হয়ে খেললেও আদতে তিনি দিল্লির ক্রিকেটার। ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় হিমাংশুর। ওই মরশুমেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং রনজি ট্রফিতেও খেলেন। চলতি রনজিতেও বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি।
তবে কেরিয়ারের শুরুতে টিকিট কালেক্টর হিসাবে কাজ করতেন হিমাংশু। নয়াদিল্লি স্টেশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সেখান থেকে গ্লেন ম্যাকগ্রার এমআরএফ পেস ফাউন্ডেশনে গিয়ে একেবারে বদলে যায় হিমাংশুর জীবন। অজি তারকার অধীনে বোলার হিসাবে দারুণ উন্নতি করেন নজফগড়ের এই ক্রিকেটার। এবার বিরাট কোহলির উইকেট নিয়ে চর্চায় উঠে এলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.