জার্সিতে নাম-নম্বর না থাকায় চর্চায় অ্যান্ডারসন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন তিনি। সেই তিনিই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। পঞ্চম ক্রিকেটার হিসেবে দুটো ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলার নজির গড়লেন করি অ্যান্ডারসন (Corey Anderson)।
এহেন করি অ্যান্ডারসনের জার্সিতে নম্বরই ছিল না। ছিল না তাঁর নামও। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা দলের সবার জার্সিতে নম্বর থাকলেও অ্যান্ডারসনের জার্সিতে নম্বর না থাকার কারণ কী? আইসিসির কোনও নিয়মের জন্যই কি করি অ্যান্ডারসনের জার্সিতে নম্বর ছিল না?
আমেরিকা দলের তরফ থেকে জানানো হয়েছে, ”অ্যান্ডারসনের জার্সি ওর মাপ মতো ছিল না। সঠিক মাপের জার্সি খেলার আগে দেওয়া যায়নি করি অ্যান্ডারসনকে। সেই কারণেই ছোট জার্সি পরে খেলতে নামতে হয় করি অ্যান্ডারসনকে। তাঁর জার্সির নম্বরও ছিল না।”
আমেরিকা বনাম কানাডা ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। প্রথম ম্যাচে আমেরিকা হারিয়ে দেয় কানাডাকে।
করি অ্যান্ডারসন ৩ ওভার হাত ঘোরান। ২৯ রানের বিনিময়ে একটি উইকেট নেন তিনি। নবনীত ধালিওয়ালের উইকেটটি নেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ডারসন। কানাডার রান তাড়া করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জয়ের গন্ধ পেতে শুরু করে দেয়, ঠিক তখনই ব্যাট করতে নামেন করি অ্যান্ডিরসন। স্কোরবোর্ডে তখন রান ছিল ৩ উইকেটে ১৭৩ রান। শেষ পর্যন্ত ৩ রানে অপরাজিত থেকে যান অ্যান্ডারসন। জার্সিতে নম্বর না থাকায় চর্চিত হলেন অ্যান্ডারসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.