Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

জন্মদিনের আগে টিভির পর্দায় চোখ সৌরভের, ডোনা ও সানার সঙ্গে বসে কী দেখছেন?

৮ জুলাই লন্ডনে ৫০ বছরের জন্মদিন সেলিব্রেট করবেন 'দাদা'।

Here is what Sourav Ganguly watching TV with daughter Sana and Dona | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 6, 2022 2:29 pm
  • Updated:July 6, 2022 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০২ সালের ১৩ জুলাই। বাঙালি তথা ভারতবাসীর কাছে দিনটি চিরস্মরণীয়। কারণ সেদিন ব্রিটিশভূমে দাঁড়িয়ে পাঁচদিনের ক্রিকেটে ব্রিটিশ বধ করেছিল ভারতীয় ক্রিকেট দল। বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। লর্ডসের ব্যালকনিতে মহারাজের জার্সি ওড়ানোর সেই রাজকীয় দৃশ্য দেখে আজও নস্ট্যালজিক হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। আর সৌরভ? তাঁর কাছে এ স্মৃতির মূল্য কতখানি? উত্তরটা পাওয়া গেল তাঁর ৫০ বছরের জন্মদিনের প্রাক্কালেই।

দীর্ঘ ক্রিকেট কেরিয়ার এবং তাঁর পরবর্তী সময়ের নানা সাক্ষাৎকারে সৌরভের (Sourav Ganguly) মুখে ঘুরেফিরে এসেছে লর্ডসের সেই ঐতিহাসিক মধুর স্মৃতির কথা। যতবারই এ প্রসঙ্গে কথা বলেছেন, ঠোঁটের কোণে খেলেছে হাসি। সেটাই তো স্বাভাবিক। ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে ভারতীয়দের স্পর্ধার ইতিহাস রচনা করেছিলেন সৌরভ। ভাবছেন তো হঠাৎ করে কেন সৌরভের জন্মদিনের আগে ন্যাটওয়েস্ট ট্রফি (Natwest Trophy) নিয়েই আলোচনা হচ্ছে! আসলে সে স্মৃতি উসকে দিয়েছেন খোদ সৌরভ।

Advertisement

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়ী ইংল্যান্ড! ব্রিটিশ ফ্যান ক্লাবের পোস্টে ক্ষুব্ধ অমিত মিশ্র]

৫০ বছরের জন্মদিনটা মেয়ে সানার সঙ্গেই সেলিব্রেট করতে চান বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই ইতিমধ্যেই উড়ে গিয়েছেন লন্ডনে। শুক্রবার অর্থাৎ ৮ জুলাই সেখানকার ফ্ল্যাটেই হবে সেলিব্রেশন। তবে তার আগে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানার পাশে বসে জমিয়ে টিভি দেখলেন তিনি। সপরিবারে কী দেখছিলেন? নাহ্, নতুন মুক্তি পাওয়া কোনও ছবি কিংবা ওয়েবসিরিজ নয়, আসলে ২০০২ সালে ১৩ জুলাইয়ের নিজের সেই কীর্তিই আরও একবার দেখছিলেন তাঁরা।

Sourav
লন্ডনের বাড়িতে সপরিবারে সৌরভ

‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালের কাছে এসে পৌঁছেছে সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি। আরও একবার নিজেকে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াতে দেখে যেন ২০ বছর পুরনো এক ঐতিহাসিক দিনে ফিরে গিয়েছিলেন সৌরভ। যেদিন ব্রিটিশভূমে রাজত্ব চলেছিল এক বাঙালির। গর্বে মাথা উঁচু হয়েছিল আপামর ভারতবাসীর। এই ছবিই বলে দিচ্ছে, গঙ্গোপাধ্যায় পরিবারে জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। জন্মদিনে আরও কী কী হবে? ক্রমশ প্রকাশ্য!

[আরও পড়ুন: নাসিকে খুন মুসলিম ধর্মগুরু, মাথায় গুলি করে পালাল দুষ্কৃতীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement