Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

IPL Auction 2022: ১৯ ঘণ্টার মেগা নিলামে বিক্রি হলেন ২০৪ ক্রিকেটার, দেখে নিন ১০ দলের পূর্ণাঙ্গ তালিকা

সব দল মিলিয়ে ৫৫১ কোটি টাকার কেনাকাটা হল নিলামে।

Here is the profile of 10 teams in IPL 2022 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 13, 2022 10:52 pm
  • Updated:March 21, 2022 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের ম্যারাথন নিলাম শেষে ঘর গুছিয়ে নিল আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। সব দল মিলিয়ে ৫৫১ কোটি টাকার কেনাকাটা হল। এবারের ১৯ ঘণ্টার মেগা নিলামে ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২০৪ জন বিক্রি হলেন। তার মধ্যে রয়েছেন ৬৭ জন বিদেশি তারকা। প্রথম দিন ৭৪ জন ক্রিকেটার বিক্রি হয়েছিলেন। আর আজ, দ্বিতীয় তথা শেষ দিনে ১৩০ জন দল পেলেন। কে কোন তারকাকে দলে তুলে নিলেন? চলুন দেখে নেওয়া যাক দশ দলের ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা।

কেকেআর
নিলামে কেনা ক্রিকেটার-
অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, রিঙ্কু সিং, শেলডন জ্যাকসন, টিম সাউদি, অ্যালেক্স হেলস, মহম্মদ নবি, উমেশ যাদব, স্যাম বিলিংস, চামিকা করুণারত্নে, শিবম মাভি, অনুকূল রায়, অভিজিৎ তোমার, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রাসিক দার, রমেশ কুমার, আমন খান।
রিটেন করা ক্রিকেটার –
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।

Advertisement

চেন্নাই সুপার কিংস
নিলামে কেনা ক্রিকেটার-
অম্বতি রায়ডু, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডন, ডেভন কনওয়ে, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, ডোয়েন ব্রাভো, হরি নিশান্ত, কেএম আসিফ, মহীশ ঠিকশানা, মিচেল স্যান্টনার, মুকেশ চৌধুরী, নারায়ণ জগদীশান, প্রশান্ত সোলাঙ্কি, রবিন উথাপ্পা, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ভগৎ ভার্মা, শুভ্রাংশু সেনাপতি।
রিটেন করা ক্রিকেটার –
মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়।

দিল্লি ক্যাপিটালস
নিলামে কেনা ক্রিকেটার-
ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধূল, অশ্বিন হেব্বার, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, কুলদীপ যাদব, মনদীপ সিং, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, সরফরাজ খান, শার্দূল ঠাকুর, শ্রীকার ভরত, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, রোভম্যান পাওয়েল, ভিকি ওস্টওয়াল।
রিটেন করা ক্রিকেটার –
আনরিখ নখিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, ঋষভ পন্থ।

[আরও পড়ুন: IPL নিলামে বাজিমাত বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের, শেষবেলায় দল পেলেন ঋদ্ধিমান]

কিংস ইলেভেন পাঞ্জাব
নিলামে কেনা ক্রিকেটার –
জনি বেয়ারস্টো, কাগিসো রাবাদা, রাজ বাওয়া, হরপ্রীত ব্রার, ঈশান পোড়েল, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, ওডিয়েন স্মিথ, বেনি হাওয়েল, ভানুকা রাজাপাক্ষে, নাথান এলিস, শিখর ধাওয়ান, প্রভসিমরান সিং, রাহুল চাহার, সন্দীপ শর্মা, শাহরুখ খান, বৈভব আরোরা, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রেরক মানকাড, অংশ প্যাটেল, অথর্ব টাইডে, বলতেজ সিং।
রিটেন করা ক্রিকেটার –
অর্শদীপ সিং, মায়াঙ্ক আগরওয়াল।

মুম্বই ইন্ডিয়ান্স
নিলামে কেনা ক্রিকেটার-
ঈশান কিষান, ড্যানিয়েল স্যামস, জোফ্রা আর্চার, রিলে মেরেডিথ, বাসিল থাম্পি, অর্জুন তেণ্ডুলকর, ডিওয়াল্ড ব্রেভিস, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, মুরুগান অশ্বিন, সঞ্জয় যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, টাইমাল মিলস, আনমোলপ্রীত সিং, আর্শাদ খান, হৃত্বিক শোকিন, রাহুল বুদ্ধি, রমনদীপ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল।
রিটেন করা ক্রিকেটার-
জশপ্রীত বুমরাহ, কাইরন পোলার্ড, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব।

রাজস্থান রয়্যালস
নিলামে কেনা ক্রিকেটার-
দেবদূত পাড়িক্কল, কেসি কারিয়াপ্পা, নবদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার নাইল, রাসি ভ্যান ডার ডুসেন, ওবেদ ম্যাককয়, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, জেমস নিশাম, রিয়ান পরাগ, ডারিল মিচেল, শিমরন হেটমেয়ার, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়ার, অনুনয় সিং, কুলদীপ সেন, ধ্রুব জুরেল, তেজাস বারোকা, শুভম গাড়োয়াল।
রিটেন করা ক্রিকেটার-
জস বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
নিলামে কেনা ক্রিকেটার-
ফ্যাফ ডু’ প্লেসিস, দীনেশ কার্তিক, হর্ষল প্যাটেল, ফিন অ্যালেন, জস হ্যাজলউড, জ্যাসন বেহরেনডর্ফ, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, আকাশদীপ, ডেভিড উইলে, অনুজ রাওয়াত, অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, করণ শর্মা, মহীপাল লোমরোর, শেরফান রাদারফোর্ড, সুয়াশ প্রভুদেশাই, সিদ্ধার্থ কৌল, লুভনিথ সিসোদিয়া।
রিটেন করা ক্রিকেটার-
গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, বিরাট কোহলি।

সানরাইজার্স হায়দরাবাদ
নিলামে কেনা ক্রিকেটার-
আইডেন মাক্রাম, ভুবনেশ্বর কুমার, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকি, জগদীশা সুচিথ, কার্তিক ত্যাগী, মার্কো জ্যানসেন, নিকোলাস পুরান, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, শ্রেয়স গোপাল, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং, বিষ্ণু বিনোদ।
রিটেন করা ক্রিকেটার-
আবদুল সামাদ, কেন উইলিয়ামসন, উমরান মালিক।

[আরও পড়ুন: দাম বেড়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান দীপক চাহার! ১৫ কোটির ঈশানকে বিশেষ বার্তা গার্লফ্রেন্ডের]

লখনউ সুপারজায়ান্টস
নিলামে কেনা ক্রিকেটার-
জ্যাসন হোল্ডার, এভিন লুইস, অঙ্কিত রাজপুত, আবেশ খান, আয়ুষ বাদোনি, দীপক হুডা, দুষ্মন্ত চামিরা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রণাল পাণ্ডিয়া, কাইল মায়ার্স, মার্ক উড, মায়াঙ্ক যাদব,
মহসিন খান, মনন ভোরা, মণীশ পাণ্ডে, কুইন্টন ডি’ কক, শাহবাজ নাদিম।
রিটেন করা ক্রিকেটার-
কেএল রাহুল, মার্কাস স্টোয়নিস, রবি বিষ্ণোই।

গুজরাট টাইটান্স
নিলামে কেনা ক্রিকেটার-
জ্যাসন রয়, অভিনব মনোহর, আলজারি জোসেফ, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, ডমিনিক ড্রেকস, ঋদ্ধিমান সাহা, গুরকিরত সিং মান, জয়ন্ত যাদব, লকি ফার্গুসন, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, নূর আহমেদ, রাহুল তেওয়াটিয়া, রবিশ্রীনিবাসন কিশোর, বিজয় শংকর, প্রদীপ সাঙ্গওয়ান, যশ দয়াল, সাই সুদর্শন, বরুণ অ্যারন।
রিটেন করা ক্রিকেটার-
হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান, শুভমন গিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement