সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মরশুমে চার-চারটে সেঞ্চুরি। কাশ্মীরের বারুদের গন্ধ গায়ে মেখে আইপিএলের বাইশ গজে বল হাতে আগুন ছড়ানো, প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করা- এমনই নানা ঘটনার জন্য আরও খানিকটা ধনী হল আইপিএলের ১৫তম মরশুম।
মহেন্দ্র সিং ধোনি কিংবা রোহিত শর্মাকে আরও একবার ফাইনাল খেলতে দেখা গেল না ঠিকই, রানে ফিরতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। তবে উমরান মালিক, যুজবেন্দ্র চাহালরা কম মনোরঞ্জন করলেন না। হায়দরাবাদের জার্সি গায়ে এবার ২২ উইকেট তুলে নেন কাশ্মীরের উমরান। তাঁর এই পারফরম্যান্সের সৌজন্যেই ডাক পেয়েছেন জাতীয় দলেও। এবারের আইপিএলের ইমার্জিং প্লেয়ারের পুরস্কারও উঠল তাঁর হাতে।
এদিকে ২৭টি উইকেট নিয়ে এবারের আইপিএলের (IPL 2022) পার্পল ক্যাপ উঠল চাহালের মাথায়। ৮৬৩ রান করে কমলা টুপির মালিক হয়ে গেলেন জস বাটলার। একনজরে দেখে নেওয়া যাক কোন তারকা কী পুরস্কার পেলেন।
ম্যাচের সুপার স্ট্রাইকার- ডেভিড মিলার (গুজরাট টাইটান্স)
গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
পাওয়ার প্লে অফ দ্য ম্যাচ- ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস)
ম্যাচের সবচেয়ে মূল্যবান সম্পদ- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
ম্যাচের সেরা- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
আইপিএল ১৫-র ইমার্জিং প্লেয়ার- উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ)
মরশুমের সর্বোচ্চ ছক্কার মালিক- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের সুপার স্ট্রাইকার- দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
মরশুমের গেম চেঞ্জার- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের পাওয়ার প্লে প্লেয়ার- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের দ্রুততম ডেলিভারি- লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স)
মরশুমের সর্বোচ্চ ছক্কার মালিক- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট)- যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)
কমলা টুপি (সর্বোচ্চ রান)- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের সেরা ক্যাচ- এভিন লুইস (লখনউ সুপার জায়ান্টস)
মরশুমের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
টুর্নামেন্টের রানার্স আপ হয়ে ট্রফির পাশাপাশি রাজস্থান রয়্যালস পেল ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে হার্দিকের গুজরাট পেল ২০ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.