সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে এবারের বিশ্বকাপ (World Cup 2023)। আজ, মঙ্গলবার বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। পনেরো জনের দলে চমক নেই। মোটামুটি সবাই ধরেই নিয়েছিলেন দল এরকমই হবে। সেই মতোই বিশ্বকাপের প্রাথমিক দল জানিয়ে দিলেন অজিত আগরকর। ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই বলেছিলেন, প্রতিবারই দুর্ভাগ্যের শিকার হন কেউ না কেউ।
এবার সেই দুর্ভাগ্যের শিকার হলেন যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিন। এই দুই তারকা ক্রিকেটার যে বিশ্বকাপের প্রথম ১৫ জনের দলে থাকবেন না, তা মোটামুটি জানাই ছিল। অশ্বিন বহু দিনই সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত নন। ফলে বিশ্বকাপে তিনি যে থাকবেন না, তা সহজেই অনুমেয়। একসময়ে কুলদীপ যাদব ও চাহাল বোলিং জুটি ছিলেন। ছোট করে বলা হত, কুল-চা। বিশ্বকাপের দলে কুলদীপ থাকলেও চাহাল ছিটকে গেলেন। এশিয়া কাপের দল নির্বাচনের সময় আলোচনায় উঠেছিল ওয়াশিংটন সুন্দরের নামও। কিন্তু তাঁকে রাখা হয়নি এশিয়া কাপের দল। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে নেওয়া হয়। বলের পাশাপাশি অক্ষরের ব্যাটের হাতও বেশ ভাল।
এটাই বাকিদের থেকে অক্ষরকে এগিয়ে রাখে। রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের দল মোটামুটি ঠিকই করা আছে তাঁদের। এশিয়া কাপের দল থেকেই বেছে নেওয়া হবে। সেই জায়গা থেকে বললে, এশিয়া কাপের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি প্রসিদ্ধ কৃষ্ণা ও তিলক বর্মার। দুর্ভাগ্য সঞ্জু স্যামসনের। তবে কেনই বা তিনি থাকবেন এই দলে! ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো শিখর ধাওয়ানের কথা অনেকে ভাসিয়ে দিচ্ছিলেন। নাম হিসেবে নিঃসন্দেহে হেভিওয়েট ধাওয়ান। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। রোহিত শর্মার ভারতীয় দলে ধাওয়ানের জায়গা হয় না। তাছাড়া ভারতের ওপেনিং স্লট আগেই ঠিক হয়ে গিয়েছে। ফলে বাঁ হাতি বর্ষীয়ান ওপেনারও দলের বাইরে। যে দল এদিন ঘোষণা করা হয়েছে, তা অবশ্য প্রাথমিক দল। সেই দলে পরবির্তন আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.