Advertisement
Advertisement

Breaking News

Yuzvendra Chahal

হতাশায় ভুগছিলেন চাহাল, তাই RCB ছাড়েন! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

কেন আইপিএলে দুরন্ত পারফর্ম করা তারকাকে ধরে রাখতে পারেনি আরসিবি?

He was frustrated, Mike Hesson opens up on Yuzvendra Chahal's RCB release | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 19, 2024 9:34 pm
  • Updated:February 19, 2024 9:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন যুজবেন্দ্র চাহাল। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে মনখারাপ হয়েছিল। আর এর পরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন আরসিবির প্রাক্তন ডিরেক্টর মাইক হেসন।

২০২১ মরশুমের পরই আরসিবি ছাড়েন চাহাল (Yuzvendra Chahal)। দীর্ঘ আট বছরের সম্পর্ক চুকিয়ে নতুন দলে যোগ দেন তিনি। কিন্তু মন থেকে হয়তো পুরোপুরি আরসিবি ত্যাগ করতে চাননি তারকা স্পিনার। বরং পরিস্থিতির শিকার হয়েছিলেন। তিনি বুঝেছিলেন, যেভাবে টিম ম্যানেজমেন্ট দল সাজানোর চেষ্টা করছে, তাতে তাঁর হয়তো আর স্থান হবে না। তাঁর সেই আশঙ্কা সত্যি হওয়ার পথে এগোনোতেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন। দেখা যায়, দলও তাঁকে রাখার বিশেষ তাগিদ দেখায়নি। আর সেই কারণেই হতাশ হয়ে পড়েন চাহাল।

Advertisement

[আরও পড়ুন: ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানায় লণ্ডভণ্ড বিয়েবাড়ি, ICU-তে ভর্তি দুই অতিথি, ভিডিও ভাইরাল]

কিন্তু কেন আইপিএলে দুরন্ত পারফর্ম করা তারকাকে ধরে রাখতে পারল না বিরাট কোহলির আরসিবি? মাইক জানাচ্ছেন, “আমরা তিনজন প্লেয়ারকে ধরে রেখে অর্থ বাঁচাতে চেয়েছিলাম। পরিকল্পনা ছিল হার্ষল প্যাটেল আর চাহালকে নিলাম থেকে কিনে নেওয়ার। কিন্তু হার্ষলের নাম প্রথম তিন সেটের মধ্যে থাকলেও চাহাল ছিলেন না। তাঁর নাম ছিল ষষ্ঠ সেটে। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে ভালো তারকা হাতছাড়া করতে হত। ফলে শেষমেশ আর চাহালকে নেওয়া যায়নি।”

মাইক জানান, পরবর্তীতে চাহালের সঙ্গে তাঁর কথা হয়েছিল। নিজের হতাশার কথা জানিয়েও ছিলেন তিনি। কিন্তু নিলামের নিয়মের গেড়োতেই কার্যত ফর্মে থাকা স্পিনারকে হারাতে হয়েছিল।

[আরও পড়ুন: সন্দেশখালির ‘রাখিবোন’দের আশ্রয় দেবেন রাজ্যপাল বোস, ‘নিষ্ক্রিয়’ পুলিশকে শপথ মনে করালেন রেখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement