Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

‘চার মাস হল ছেলেটাকে দেখিনি’, সিরিজ সেরা হয়ে বাড়ির জন্য মনকেমন হার্দিকের

নিজের সিরিজ সেরা হওয়ার ট্রফি নটরাজনের হাতে তুলে দেন হার্দিক।

Haven’t seen my child for four months, like to spend time with family now, Hardik Pandya says after winning Man of the Series award | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 8, 2020 10:27 pm
  • Updated:December 8, 2020 10:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ অস্ট্রেলিয়ার সঙ্গে টি-২০ (T20I) সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচটি জেতাতে পারেননি হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। জরুরি মুহূর্তে আউট হয়ে গিয়েছেন ১৩ বলে ২০ রান করে। তবুও ‘ম্যান অফ দ্য সিরিজ’ (Man of the Series) হয়েছেন তিনিই। আর সিরিজ সেরা হওয়ার পরে তারকা অলরাউন্ডারের কথায় উঠে এল ঘরে ফেরার টান। জানালেন, চার মাস ছেলেটাকে না দেখতে পেয়ে মনকেমন করছে।

মঙ্গলবার সিডনি ম্যাচের শেষে হার্দিক বলেন, ‘‘ছেলেটাকে দেখিনি চার মাস। এবার তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করছে।’’ সীমিত ওভারের ক্রিকেটের পরে এবার শুরু হচ্ছে টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে দলে নেই তিনি। টেস্টে কি তাঁকে আদৌ দেখা যাবে না? প্রশ্নের উত্তরে আশাবাদী তিনি, ‘‘হয়তো ভবিষ্যতে খেলব। ঠিক করে বলা মুশকিল। তবে হয়তো খে‌লব।’’

Advertisement

[আরও পড়ুন: ৯ জানুয়ারি যুবভারতীতে ফিরছে ফুটবল, দেখে নিন আই লিগের ঘোষিত সূচি]

আজকের ম্যাচে দারুণ প্রশংসিত হয়েছে ক্যাপ্টেন কোহলির লড়াই। তিনি আর হার্দিক ক্রিজে থাকাকালীন আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা। শেষ তিন ওভারে ৪৩ বাকি, এমন গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান হার্দিক। তাঁকে আউট করে তুমুল উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায় অ্যাডাম জাম্পাকে। কোহলিও ম্যাচ শেষে মেনে নেন, পাণ্ডিয়া থাকলে হয়তো ম্যাচটা জেতা যেত।

তবে সিরিজ সেরা হার্দিকের কাছে ‘ম্যান অফ দ্য সিরিজ’ কিন্তু দলে নতুন আসা টি নটরাজন। এদিন বাঁ-হাতি পেসারকে প্রশংসায় ভরিয়ে টুইট করেন হার্দিক। ঠিক কী লিখেছিলেন তিনি? তারকা অলরাউন্ডার লেখেন, ‘‘নটরাজন তুমি এই সিরিজে অসাধারণ খেলেছ। ভারতের হয়ে অভিষেকেই কঠিন পরিস্থিতিতে তোমার দারুণ পারফরম্যান্স চিনিয়ে দিয়েছে তোমার প্রতিভা ও পরিশ্রমকে। ভাই, আমার কাছে তুমিই ম্যান অফ দ্য সিরিজ। এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’’ টুইটটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে সেটি রিটুইট করেছেন ১০ হাজার টুইটেরাত্তি। লাইক পড়েছে প্রায় ৭২ হাজার।

[আরও পড়ুন: মরশুমের প্রথম হারে হতাশ এটিকে মোহনবাগান কোচ হাবাস, কাঠগড়ায় তুললেন রক্ষণকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement