Advertisement
Advertisement
RCB

ফের আরসিবির অধিনায়ক হচ্ছেন কোহলি? জল্পনার মধ্যেই মুখ খুলল ফ্র্যাঞ্চাইজি

২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন বিরাট। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি।

Haven't made any decision on captaincy: RCB Director of Cricket Bobat

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:November 1, 2024 2:19 pm
  • Updated:November 1, 2024 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী আইপিএলে ফের আরসিবির অধিনায়ক হতে চলেছেন বিরাট কোহলি। গত দুদিন সোশাল মিডিয়ায় এমনই জল্পনা শোনা যাচ্ছে। সেই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা। আরসিবি জানাল, আগামী মরশুমের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এবার চমকপ্রদভাবে আরসিবির রিটেনশন তালিকায় নাম রয়েছে মাত্র ৩ জনের। প্রত্যাশিতভাবেই সেই তালিকায় প্রথম নাম বিরাট কোহলির। কিন্তু এবার বিরাটের বেতন অনেকটা বেড়েছে। রিটেনশনের প্রথম স্লটের জন্য সর্বোচ্চ বেতন ধরা হয়েছিল ১৮ কোটি। বিরাটকে সেই ১৮ কোটিরও ৩ কোটি বেশি অর্থাৎ ২১ কোটি টাকা দিয়ে রিটেন করেছে আরসিবি। তাৎপর্যপূর্ণভাবে আগের মরশুমে বিরাট নিজের বেতন কমিয়ে খেলেছেন, এবার অনেকটা বাড়ল তাঁর বেতন। তাতেই বিরাটের অধিনায়ক হওয়ার জল্পনা বাড়ে।

Advertisement

তবে আপাতত সেই জল্পনায় ইতি টানলেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। তিনি বলছেন, “ফ্যাফ দুর্দান্ত অধিনায়ক, দলের জন্য ও যা করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এ বারে নিলামে উঠতে হবে তাকে। আমরা আশা করছি ভালো দল বানাতে পারব। তবে অধিনায়কত্ব নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা শুনতে পাচ্ছি। কিন্তু এখনও আমরা দলের অধিনায়ক বেছে নিইনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

২০২১ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন বিরাট। কিন্তু টানা ব্যর্থতার জেরে আচমকাই অধিনায়কত্ব ছাড়েন তিনি। ঘটনাচক্রে তার পরের তিন বছরেও আরসিবির পারফরম্যান্সে বিশেষ উন্নতি হয়নি। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের উপর অনেক রকমের চাপ ছিল। তখন ভারতের জাতীয় ফলের অধিনায়ক ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত। কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন বিরাট। টি-টোয়েন্টিতে আর খেলেন না। ফলে অনেকটাই চাপমুক্ত তিনি। তাই নতুন করে আরসিবির অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। তবে সবটাই নির্ভর করছে নিলামে আরসিবি তেমন কাউকে তুলে নিতে পারছে কিনা, সেটার উপর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement