সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দিন চারেক। তার পরই শুরু ভারত-ইংল্যান্ড মেগা সিরিজ। সেই মেগা সিরিজে ইংল্যান্ড পাচ্ছে না প্রতিভাবান তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুককে (Harry Brook)। ব্যক্তিগত কারণে মেগা সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের প্রতিভাবান তরুণ ব্যাটার।
ভারতের পরিবেশে টেস্ট সিরিজের আগে আমিরশাহীতে (UAE) প্রস্তুতি নিচ্ছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। সেখান থেকে ভারতে উড়ে আসার কথা বেন স্টোকসদের। কিন্তু যেদিন ইংল্যান্ড দল উড়ে আসবে, সেদিনই দেশে ফিরে গেলেন ব্রুকস। তরুণ ইংরেজ তারকা ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। গোটা সিরিজেই খেলবেন না তিনি। দ্রুত তাঁর পরিবর্ত ঘোষণা করবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইসিবির (ECB) তরফে জানানো হয়েছে,”ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন ব্রুক। এই সময় ব্রুকের পরিবারকে দয়া করে বিরক্ত করবেন না। ওকে একা থাকতে দিন। ওর অনুরোধটাকে সম্মান করুন।” ব্রুকসকে না পাওয়াটা ইংল্যান্ডের জন্য সত্যিই ধাক্কা। কারণ, ইংল্যান্ড যে ‘বাজবল’ ধাঁচের ক্রিকেট খেলে, তাতে বড় অবধান রয়েছে ব্রুকের।
আসন্ন ভারত সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। ২৩-২৭ ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট। সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধরমশালায়। ৭-১১ মার্চ পর্যন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.