Advertisement
Advertisement

পাক ম্যাচে মাঠে ধরা পড়ল হরমনপ্রীতের মানবিক রূপ, ভাইরাল ভিডিও

হরমনপ্রীতকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

Harmanpreet Kaur carries unwell girl
Published by: Sulaya Singha
  • Posted:November 13, 2018 6:45 pm
  • Updated:November 13, 2018 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে টানা দু’ম্যাচে জয়ী ভারত। আবার প্রথম মহিলা ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য নজিরও গড়েছেন। সেই হরমনপ্রীত সিং ফের সংবাদের শিরোনামে। তবে এবার অন্য কারণে। ব্যাটসম্যান হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও এবার দেশবাসীর মন জয় করলেন তিনি।

ব্যাট হাতে বিপক্ষ বোলারদের ত্রাস তিনি। কিন্তু মানুষ হিসেবে ঠিক ততটাই নরম তাঁর মন। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে সে দৃশ্যই ধরা পড়ল। ঘটনা গত রবিবার ম্যাচ শুরু হওয়ার ঠিক আগের। মাঠে দাঁড়িয়ে তখন জাতীয় সংগীত গাইছে উইমেন ইন ব্লু। খেলার মাঠের রীতি মেনে প্রত্যেক ভারতীয় মহিলার সামনে ম্যাসকট হিসেবে দাঁড়িয়েছিল একজন করে বালিকা। হঠাৎই সেই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে হরমনপ্রীতের সামনে দাঁড়ানো বালিকাটি। বিষয়টি তিনি বুঝতে পারেন। তাই বালিকাকে ধরে দাঁড়ান ক্যাপ্টেন। আর জাতীয় সংগীত শেষ হওয়ার পরই তাকে কোলে তুলে নেন ভারতের মহিলা অধিনায়ক। এরপর যাঁরা তাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে শুশ্রুষা করতে পারবেন, তাঁদের হাতে তুলে দেন ওই খুদেকে।

[ফের লালবাজারে শামি, দীর্ঘ এক ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ]

সেই দৃশ্যের ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবং হরমনপ্রীতের মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই হরমনপ্রীতের মানবিক রূপ দেখে ভারতীয় হিসেবে গর্বিত হয়েছেন। একজন আবার মজা করে লিখেছেন, “ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আমার তো একটাই হৃদয়। কিন্তু তিনি তো বারবার আমার মন কেড়ে নিচ্ছেন।” অনেকে আবার বলছেন, যিনি দেশের জন্য নিজের সেরাটা উজার করে দিতে পারেন, তাঁর মন ঠিক এতটাই বড় হয়। মাঠের মতো মাঠের বাইরেও তাই হরমনপ্রীতকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

[টি-টোয়েন্টিতে নজির, রোহিত শর্মাকেও টপকে গেলেন মিতালি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement