সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) উইকেট নিতে চান বিশ্বের সব বোলারই। পাকিস্তানের পেসার হ্যারিস রউফের (Haris Rauf) লক্ষ্যও তাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস রউফকে দুটো আইকনিক ছক্কা হাঁকিয়েছিলেন কোহলি। ওই দুটি ছক্কার জন্য ম্যাচ পাকিস্তানের ক্যাম্প থেকে ম্যাচ চলে আসে ভারতের শিবিরে।
সেই হ্যারিস রউফ তাঁর অদ্ভুত আবদারের কথা জানিয়েছেন বাবর আজমকে। পাকিস্তান সুপার লিগে খেলছেন দুই তারকা। বাবর আজম ও হ্যারিস রউফের কথোপকথনের ভিডিও শেয়ার করেছে লাহোর কালান্দার্স। হ্যারিস রউফ পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে বলেন, ”যাই হোক না কেন, আমি তোমার উইকেট নিতে চাই। কোহলি আর তুমিই এখন বাকি আছ। উইলিয়ামসন স্লিপে দু’ বার বেঁচে গিয়েছে। আমি তিন-চার জন প্লেয়ারকে আউট করতে চাই।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে কোহলির দুর্দান্ত ছক্কা দেখার পরে অনেকেই বলেছিলেন, এরকম ছক্কা একবারই মারা যায়। রউফ এক অনুষ্ঠানে বলেছিলেন, ”ক্রিকেট সম্পর্কে যাঁদের জ্ঞান আছে তাঁরা জানেন বিরাট কোহলি কেমন ব্যাটসম্যান। এখন যদি সেই শট খেলতে আবারও বলা হয় কোহলিকে, তাহলে আর পারবে না। ওই ধরনের শট খেলা খুবই কঠিন। টাইমিং একদম ঠিকঠাক হয়েছিল।”
🗣️ Interesting Conversation between Babar Azam & Haris Rauf 🔊#sochnabemanahai #HBLPSL8 #QalandarHum #QalandarsCity #LQvPZ pic.twitter.com/qRpPUtz04J
— Lahore Qalandars (@lahoreqalandars) February 26, 2023
রউফের আবদার প্রসঙ্গে বাবর আজম রসিকতা করে বলেন, ”তুমি তো আমাকে প্র্যাকটিস সেশনে আউট করেছিলেন। সেটার কথা তুমি বলছো না কেন?” বাবর আজমের কথা শুনে হাসতে শুরু করে দেন রউফ। তিনি বলেন, ”আমি ম্যাচে তোমার উইকেট নিতে চাই।” বাবর আজম প্যাভিলিয়নে যাওয়ার আগে বলে যান, ”ঈশ্বর সবার মঙ্গল করুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.