Advertisement
Advertisement

Breaking News

Haris Rauf

ভারতীয় ভেবে সমর্থককে মার! বিতর্কের জেরে ক্ষমা চাইলেন হ্যারিস রউফ

হতশ্রী খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রেক্ষিতে হ্যারিস রউফকে কটাক্ষ করেছিলেন এক সমর্থক।

Haris Rauf accepts mistake for shouting 'Yeh tera India nahi hain'

হ্যারিস রউফ। ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:June 19, 2024 8:14 pm
  • Updated:June 19, 2024 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লোরিডার রাস্তায় সমর্থকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মারতে উদ্যত হওয়া। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চাইলেন পাক পেসার হ্যারিস রউফ। স্বীকার করে নিলেন, ওই সমর্থককে যেভাবে ভারতীয় বলে মারতে উদ্যত হয়েছিলেন তিনি, সেটা উচিত হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তার পরই ফ্লোরিডার রাস্তায় এক ব্যক্তির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন পাক পেসার। ভিডিওয় দেখা গিয়েছে, রউফ সেই ব্যক্তিকে মারার জন্য তেড়ে যান। তাঁর স্ত্রী হ্যারিসকে থামানোর চেষ্টাও করেন। কিন্তু পাক পেসার কোনও বারণই শোনেননি। সেখানে উপস্থিত অন্যরা দুজনকে শান্ত করার চেষ্টা করেন। ভাইরাল ভিডিওয় শোনা গিয়েছে, হ্যারিস (Harris Rauf) সেই ব্যক্তির উদ্দেশে বলছেন, ”ইন্ডিয়ান হোগা।” কিন্তু সেই ব্যক্তি বলেন, ”পাকিস্তানি হুঁ।”

Advertisement

[আরও পড়ুন: পাঁচ ঘণ্টা জেরার পর ইডি দপ্তর থেকে বেরলেন ঋতুপর্ণা]

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরে আরও বেশি করে ট্রোলিংয়ের মুখোমুখি হচ্ছেন পাক ক্রিকেটাররা। হতশ্রী খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রেক্ষিতে হ্যারিস রউফকে কটাক্ষ করেছিলেন ওই সমর্থক। জানা গিয়েছে, ওই আগন্তুক আসলে পাকিস্তানিই। ভারতীয় নন। দলের হারে রাগ সামলাতে না পেরে হ্যারিসকে কটাক্ষ করে বসেন তিনি। সঙ্গে সঙ্গে জবাব দেন হ্যারিসও।

[আরও পড়ুন: পুলিশ হেফাজতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, CBI তদন্তের আর্জি নিয়ে হাই কোর্টে পরিবার]

পরে এক সেদেশের এক সংবাদমাধ্যমে পাক পেসার জানিয়েছেন, “ভারতীয় কথাটা বলা আমার উচিত হয়নি। আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের সবরকম সমালোচনা সহ্য করতে হয়। যার সঙ্গে ওই ঘটনা ঘটেছে, সেও পাকিস্তান সমর্থক। পাকিস্তান হারায় রাগের মাথায় আমাকে বলে ফেলেছে।” একই সঙ্গে হ্যারিস পালটা বলছেন, “এই ধরনের প্রতিক্রিয়া আমাদের ক্রিকেটারদের প্রত্যাশা করতে হয়। কিন্তু, কেউ আমার পরিবারের দিকে আঙুল তুললে তাঁর পালটাও আমি দেব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement