Advertisement
Advertisement
Hardik Pandya

জিততেই উধাও বিদ্রুপ, অধিনায়ক হার্দিককে ‘কাছে টানল’ ওয়াংখেড়ে

রবিবার হার্দিকের জন্য় গলা ফাটিয়েছে ১৮ হাজার কচিকাঁচা।

Hardik Pandya was not booed for the first time in IPL

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 7, 2024 8:35 pm
  • Updated:April 7, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কটাক্ষ আর হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। চলতি আইপিএলে দুটো বিষয় যেন সমার্থক হয়ে উঠেছিল। নিজের ঘরের মাঠ হোক বা বিপক্ষের দুর্গ- হার্দিক মাঠে নামা মানেই ভেসে আসত দর্শকদের ধিক্কার। তবে আইপিএলের সেই চেনা ছবিটা এদিন বদলে গেল। রবিবারের ওয়াংখেড়ে স্টেডিয়াম কেবলই সমর্থন এনে দিল হার্দিকের জন্য।

আইপিএলে (IPL 2024) আপাতত চারটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আহমেদাবাদ ও হায়দরাবাদ ছাড়াও ঘরের মাঠ ওয়াংখেড়েতে খেলেছেন রোহিত শর্মারা। কিন্তু প্রত্যেক ম্যাচেই কটাক্ষ আর বিদ্রুপের বন্যা বয়ে গিয়েছে হার্দিক পাণ্ডিয়ার উপরে। এমনকি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঢুকে পড়া একটি কুকুরকেও হার্দিক বলে ডাকতে দ্বিধা করেননি দর্শকরা। শুধু মাঠ নয়, নেটদুনিয়াতেও ‘ছাপরি’ নামেই ডাকা হচ্ছে ভারতীয় দলের অলরাউন্ডারকে।

Advertisement

[আরও পড়ুন: হারের হ্যাটট্রিকের পর স্বস্তি! রোহিত-ডেভিডের দাপটে প্রথম জয় হার্দিকের মুম্বইয়ের]

যদিও অনেক প্রাক্তন ক্রিকেটারই সমর্থকদের এই আচরণের বিরোধিতা করেছেন। সঞ্জয় মঞ্জরেকর, মাইকেল ক্লার্ক, রবি শাস্ত্রী, বীরেন্দ্র শেহওয়াগরা হার্দিকের পাশে দাঁড়িয়েছেন। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ও দর্শকদের কাছে আর্জি জানান, হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়। এটা একেবারেই ঠিক নয়। তাঁকে মুম্বইয়ের অধিনায়ক করাটা মোটেও হার্দিকের দোষ নয়।

তবে রবিবার একবারের জন্যও হার্দিককে কটাক্ষ করেনি ওয়াংখেড়ে স্টেডিয়াম। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে মুম্বই। দলের মালকিন নীতা আম্বানির উদ্যোগে ১৮ হাজার কচিকাঁচা এদিন ওয়াংখেড়েতে ম্যাচ দেখতে এসেছিল। সর্বক্ষণ মুম্বইয়ের হয়ে গলা ফাটিয়েছে তারা। খেলা চলাকালীন একবারও হার্দিকের নামে টিটকিরি ভেসে আসেনি। চলতি আইপিএলে প্রথমবার ম্যাচ জয়ের স্বাদও পেল মুম্বই।

[আরও পড়ুন: অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ালেন শামি, বিশ্বকাপে ফিরবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement