হার্দিক পাণ্ডিয়া। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে বিতর্ক আর থামল না। গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে আসা কটাক্ষ, গালমন্দও বন্ধ হল না।
সোমবার ঘরের মাঠে প্রথমবার খেলতে নামল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসের সময়ে হার্দিক পাণ্ডিয়াকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে শোনা গেল ‘রোহিত-রোহিত ধ্বনি।
সেই ধ্বনির প্রাবল্য এতটাই ছিল যে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরকেও প্রবল বেগ পেতে হল। টসের সময়ে দুই দলের অধিনায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়ে সঞ্জয় মঞ্জরেকরকে বলতে শোনা যায়, ‘বিহেভ’। ওয়াংখেড়ের দুর্বিনীত দর্শকদের ভদ্র হওয়ার পরামর্শ দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার।
আইপিএলের প্রথম দিন থেকেই কটাক্ষের শিকার হচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাট টাইটান্সকে দুবছর নেতৃত্ব দেন তিনি। প্রথম বছরে গুজরাটকে চ্যাম্পিয়ন করেন। গতবার গুজরাট রানার্স হয়। আহমেদাবাদে প্রবল কটাক্ষের মুখোমুখি হতে হয় হার্দিককে। জার্সির রং বদলানোর জন্যই আহমেদাবাদ ক্ষুব্ধ তাঁর উপরে। মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের রাগের কারণ অবশ্য অন্য। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের রিমোট কন্ট্রোল ওঠা মেনে নিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তরা। হার্দিকের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভক্তরা। ওয়াংখেড়ে দর্শকদের এহেন আচরণে বিস্মিত হার্দিকও।
🚨 Toss 🚨@rajasthanroyals win the toss and elect to bowl against @mipaltan #TATAIPL | #MIvRR pic.twitter.com/pziDfHNIci
— IndianPremierLeague (@IPL) April 1, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.