Advertisement
Advertisement

‘এমন পারফরম্যান্স মেনে নেওয়া যায় না’, ম্যাচ জিতেও সতীর্থদের উপর ক্ষুব্ধ হার্দিক

শেষ ওভারে গিয়ে পাঞ্জাব কিংসকে হারায় গুজরাট টাইটান্স।

Hardik Pandya slams Gujarat Titans team mates after thrilling win over PBKS | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2023 10:20 am
  • Updated:April 14, 2023 10:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৫৪ রানের লক্ষ্য ছিল। কিন্তু সেই রান তুলতে ১৯তম ওভারের শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হল। কোনওমতে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জিতল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সাফ জানিয়ে দিলেন, দলের এহেন পারফরম্যান্স একেবারেই বরদাস্ত করা যায় না।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের (Punjab kings) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল গতবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন গুজরাট। প্রথমে আঁটসাট বোলিং করে পাঞ্জাবকে মাত্র ১৫৩ রানে আটকে দেন গুজরাট বোলাররা। মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মোহিত শর্মা। জয়ের জন্য মাত্র ১৫৪ রানের লক্ষ্য ছিল গুজরাটের সামনে। 

Advertisement

[আরও পড়ুন: ‘বলতে হবে জয় শ্রীরাম’, ইন্দোরে প্রকাশ্যে বিবস্ত্র করে হেনস্তা ১১ বছরের কিশোরকে]

রান তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই রানের গতি কমে যায় তাদের। বরং গুরুত্বপূর্ণ সময়ে এসে পরপর আউট হয়ে যান হার্দিক পাণ্ডিয়া, ডেভিড মিলারের মতো ব্যাটাররা। ১৯ তম ওভারের পঞ্চম বলে চার মেরে কোনও মতে ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া।

ম্যাচ জেতার পর সাক্ষাৎকার দিতে গিয়েই ক্ষোভে ফেটে পড়েন হার্দিক। তিনি বলেন, “আমরা যথেষ্ট সুবিধাজনক অবস্থায় ছিলাম। সেখান থেকে ম্যাচটা এভাবে কঠিন করে তোলা-একেবারেই মেনে নেওয়া যায় না। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে হবে আমাদের। মিডল ওভারে আমাদের বড় শট খেলা উচিত ছিল, তাহলে ম্যাচটা এতদূর গড়াতেই পারত না। এই বিষয়টা সকলকে মাথায় রাখতে হবে।”

[আরও পড়ুন: কী কী আছে অত্যাধুনিক ধনধান্য প্রেক্ষাগৃহে? ছবিতে জেনে নিন খুঁটিনাটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement