Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

অস্ট্রেলিয়ার পরে দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেই পাণ্ডিয়া, ফিরবেন সোজা আইপিএলে

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন পাণ্ডিয়া।

Hardik Pandya ruled out from South Africa series and the all rounder to return in IPL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 22, 2023 5:02 pm
  • Updated:November 22, 2023 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। এবার জানা গেল ভারতের তারকা অলরাউন্ডার নেই দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সিরিজেও। তাহলে পাণ্ডিয়াকে মাঠে দেখা যাবে কবে? সূত্রের খবর, চোট সারিয়ে সরাসরি আইপিএলে নেমে পড়ার সম্ভাবনাই বেশি পাণ্ডিয়ার।
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আর সেই চোটধাক্কা বিশ্বকাপ থেকে ছিটকে দেয় হার্দিককে। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের বল গড়াচ্ছে বৃহস্পতিবার থেকে। সেই সিরিজে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া।  

[আরও পড়ুন: পাচারের আগেই পর্দাফাঁস! হাবড়ায় গাড়ির ভিতর থেকে উদ্ধার ৩ কোটি টাকার সোনা]

অস্ট্রেলিয়া সিরিজের পরই রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরে
তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।  প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরে আফগানিস্তান আসবে ভারতের মাটিতে। আফগানরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এদেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকা ও আফগানদের বিরুদ্ধেও খেলতে পারবেন না পাণ্ডিয়া। 

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের পরে ইংল্যান্ড পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে ভারতের মাটিতে। ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে সেই সিরিজ। ১৭ জানুয়ারির পরে সাদা বলের ক্রিকেট আর নেই ভারতের। পাণ্ডিয়াকে সরাসরি খেলতে দেখা যাবে আইপিএলে।  

 

[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘ওরা জিতলে ক্রিকেটেরই ক্ষতি হতো’, ভারতের হারে খুশি রাজ্জাক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement