Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

আম্বানিদের বিয়েতে প্রকাশ্যে মদ্যপান? ভাইরাল হার্দিকের ‘দো টাকিলা’র অর্ডার!

বিয়ের অনুষ্ঠানে হার্দিকের সঙ্গে নাচলেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো।

Hardik Pandya orders 2 tequila at Anant Ambani's wedding goes viral

হার্দিক পাণ্ডিয়া। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:July 14, 2024 1:07 pm
  • Updated:July 14, 2024 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের বিয়েতে চাঁদের হাট! কে নেই সেখানে? এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। আর সেই উৎসবে সামিল হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya)। শুধু সামিল বললে কম বলা হবে, রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় ক্রিকেটার। বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে নাচে-গানে মঞ্চ মাতাচ্ছেন তিনি, সঙ্গে আছে টাকিলার আবদারও!

অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে অতিথিদের মধ্যে আছেন ক্রীড়াজগতের বিখ্যাত ব্যক্তিরাও। মহেন্দ্র সিং ধোনি থেকে হার্দিক পাণ্ডিয়া, সকলেই উপস্থিত। ছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোও। বিয়ের অনুষ্ঠানে গানের তালে তাঁকে নাচতেও দেখা গিয়েছে। সেখানে তাঁর দুই সঙ্গীর নাম বলিউড তারকা রণবীর সিং এবং হার্দিক পাণ্ডিয়া। আম্বানিদের বিয়েতে যে এরকম দৃশ্য দেখা যাবে, তা আগেভাগে কল্পনাও করতে পারেননি কেউই।

Advertisement

[আরও পড়ুন: গুরু গ্যারেথেই আস্থা, বিলিতি ফুটবল জনতার গলায় এখন ‘ইটস কামিং হোম’]

তবে ক্রীড়াজগতের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ওয়েটারকে ডেকে মদ চাইছেন তিনি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওয় হার্দিককে বলতে শোনা যাচ্ছে, ‘দো টাকিলা’। অর্থাৎ, ওয়েটারকে দুটি টাকিলা আনতে বলেন তিনি।

[আরও পড়ুন: হিটলার নির্মিত স্টেডিয়ামে ইউরোর ফাইনাল, স্পেন-ইংল্যান্ড লড়াইয়ে প্রকৃত জয় ফুটবলের

তার পরই সোশাল মিডিয়ায় উড়ে আসছে বিভিন্ন ধরনের মন্তব্য। কারওর বক্তব্য, “ভাই বিশ্বকাপ জিতেছে, কেউ কিচ্ছু বলবে না।” আবার অনেকের মন্তব্য, হার্দিককে উপভোগ করতে দাও। সব সময় তাঁর সমালোচনার দরকার নেই। এমনিতেই নাতাশা স্ট্যানকোভিচের তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। তার মধ্যেই আম্বানিদের বিয়েতে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে হার্দিকের নাচের ভিডিও ভাইরাল। তাহলে কি ভাঙা মন জোড়া লাগার আনন্দেই ‘দো টাকিলা’র অর্ডার? গুঞ্জন কিন্তু থামছে না নেটপাড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement