Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

নাইটদের বিরুদ্ধে গুজরাটের অধিনায়ক রশিদ খান! শেষ মুহূর্তে কী হল হার্দিকের?

কী জানালেন আফগান তারকা রশিদ খান?

Hardik Pandya Misses Gujarat Titans' Clash Against KKR | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 9, 2023 4:01 pm
  • Updated:April 9, 2023 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশ রানা নাকি হার্দিক পাণ্ডিয়া! শত সমস্যায় জর্জরিত কেকেআর নাকি গতবার দলকে চ্যাম্পিয়ন করা নেতা! রবিবাসরীয় আহমেদাবাদে কার পাল্লা ভারী? এ নিয়ে উঠেছিল উত্তেজনার পারদ। কিন্তু শুরুতেই ধাক্কা! নাইটদের বিরুদ্ধে নেই খোদ অধিনায়ক হার্দিক! তাঁর জায়গায় স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পান রশিদ খান।

হার্দিক যে ঘরের মাঠে কেকেআরের (KKR) বিরুদ্ধে খেলবেন না, এমন কোনও আগাম খবর ছিল না। দেখা যায়, টস করতে এসেছেন রশিদ খান। স্বাভাবিক ভাবেই বিস্মিত হন গুজরাটের (GT) সমর্থকরা। হঠাৎ করে কী এমন হল হার্দিকের, যে ম্যাচে নেই তিনি! জানা গেল, তাঁর শরীর ভাল নেই।

Advertisement

[আরও পড়ুন: ‘আইপিএল খেলা ছেড়ে দাও’, দিল্লির হারের হ্যাটট্রিকের পর ওয়ার্নারকে খোঁচা বীরুর]  

টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রশিদ। তখনই হার্দিকের কথা উঠে আসে তাঁর মুখে। জানান, হার্দিকের (Hardik Pandya) অনুপস্থিতিতে তাঁরা বড় রান তোলার চেষ্টা করবেন। আফগান তারকার কথায়, “হার্দিকের শরীর ভাল নেই। তাই ওকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। তবে আমরা ভাল ক্রিকেট খেলব। বড় রানে পৌঁছনোই লক্ষ্য।” তিনি আরও জানান, হার্দিকের পরিবর্তে বিজয় শংকরকে নেওয়া হয়েছে। 

কিন্তু হার্দিকের হঠাৎ না খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ঠিক কী শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি, তা স্পষ্ট নয়। পাশাপাশি পরের ম্যাচেই ফিরতে পারবেন কি না, সে নিয়েও কোনও আপডেট দেওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে। ভারতীয় অলরাউন্ডার যে এই দলের প্রাণভোমরা, তা বলাইবাহুল্য। তাঁর অনুপস্থিতি দল অনুভব করবে বইকী!

[আরও পড়ুন: কুন্তলের মিডলম্যান হিসেবে কাজ! এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement