Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

হার্দিক এবং ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার তাঁদেরই সৎভাই

হার্দিক এবং ক্রুণালের অভিযোগ, তাঁদের যৌথ ব্যবসার চুক্তি ভঙ্গ করেছেন বৈভব। এমনকী তাঁদের যৌথ সংস্থা থেকে সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকাও ঢুকিয়েছেন তিনি।

Hardik Pandya cheated of INR 4.3 crore, stepbrother Vaibhav Pandya gets arrested
Published by: Subhajit Mandal
  • Posted:April 11, 2024 12:01 pm
  • Updated:April 11, 2024 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2024) চলাকালীনই পাণ্ডিয়া ভাইদের সঙ্গে কোটি টাকার প্রতারণা। গ্রেপ্তার তাঁদেরই সৎভাই বৈভব পাণ্ডিয়া। নিজেদের সৎভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন দুই ক্রিকেটার। দুই ক্রিকেটারেরই অভিযোগ, তাঁদের সঙ্গে ৪.৩ কোটি টাকার প্রতারণা করেছেন বৈভব।

হার্দিক (Hardik Pandya) এবং ক্রুণালের অভিযোগ, তাঁদের যৌথ ব্যবসার চুক্তি ভঙ্গ করেছেন বৈভব। এমনকী তাঁদের যৌথ সংস্থা থেকে সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকাও ঢুকিয়েছেন তিনি। ২০২১ সালে তিন ভাই যৌথ ভাবে পলিমারের ব্যবসা শুরু করেন। তিন ভাইয়ের মধ্যে চুক্তি অনুযায়ী, ব্যবসায় হার্দিকের ৪০ শতাংশ, ক্রুণালের ৪০ শতাংশ এবং সৎভাই বৈভবের ২০ শতাংশ বিনিয়োগ করার কথা ছিল। ওই একই হারে লভ্যাংশ বণ্টনের কথা ছিল ৩ ভাইয়ের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: ভেঙে চুরমার সুপার সিক্সের স্বপ্ন, পাঞ্জাবের কাছে ৪ গোলে বিধ্বস্ত ইস্টবেঙ্গল]

হার্দিক এবং ক্রুণালের (Krunal Pandya) অভিযোগ, বৈভব তাঁদের সঙ্গে চুক্তি ভেঙে একই ব্যবসা করার জন্য অন্য একটি সংস্থা গড়ে তুলেছেন। যার ফলে তিন ভাইয়ের আসল সংস্থার লাভ এক ধাক্কায় অনেকটা কমে যায়। প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়। উলটে বৈভবের সংস্থা ফুলে ফেঁপে উঠছে। এতে ক্ষতির মুখে পড়েন হার্দিক এবং ক্রুণাল। শুধু তাই নয়, বৈভব বেআইনিভাবে যৌথ সংস্থার টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন বলেও অভিযোগ করেন হার্দিক এবং ক্রুণাল।

[আরও পড়ুন: মুম্বইয়ের পুরো খেলা দেখেননি সূর্য, কারণ জানালেন স্বয়ং তারকাই]

এখানেই শেষ নয়, এই প্রতারণার খবর প্রকাশ্যে আনলে বৈভব নাকি হার্দিক এবং ক্রুণালের ভাবমূর্তি কালিমালিপ্ত করার হুমকিও দেন। এর পরেই থানায় অভিযোগ করেন দুই ক্রিকেটার ভাই। তার পরই মুম্বই পুলিশ বৈভবকে গ্রেপ্তার করেছে। প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে বিদ্ধ করা হয়েছে হার্দিকদের সৎভাইকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement