Advertisement
Advertisement
Hardik Pandya

হারের হ্যাটট্রিক মুম্বইয়ের! এবার কাকে দোষ দিলেন ক্যাপ্টেন হার্দিক?

হার্দিকের নেতৃত্বে কি আদৌ জয়ের সরণিতে ফিরতে পারবে মুম্বই?

Hardik Pandya blamed himself after MI suffer another loss

মুম্বইয়ের জার্সিতে হার্দিক পাণ্ডিয়া।

Published by: Arpan Das
  • Posted:April 2, 2024 12:59 pm
  • Updated:April 2, 2024 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL) পর পর তিন ম্যাচ হেরে বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। লিগ তালিকায় একেবারে শেষে রয়েছে হার্দিক (Hardik Pandya) ব্রিগেড। দলের অন্দরমহলেও লেগে রয়েছে তীব্র অশান্তি। এবার রাজস্থানের (RR) বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণের জন্য কাকে দায়ী করলেন মুম্বই অধিনায়ক?

বোলিং ব্যর্থতায় হায়দরাবাদ রেকর্ড ২৭৭ রান করেছিল মুম্বইয়ের বিরুদ্ধে। সোমবার রাজস্থান ম্যাচে হতাশ করলেন ব্যাটাররা। ট্রেন্ট বোল্টের গতির দাপটে ২০ রানে ৪ উইকেট হারায় মুম্বই। শূন্য রানে ফিরে যান রোহিত ও নমন ধীর। সেখান থেকে টিমকে টেনে তোলার চেষ্টা করেন হার্দিক। ২১ বলে ৩৪ রান করে আউট হয়ে যান তিনি। মুম্বইয়ের ইনিংস মাত্র ১২৫ রানে থেমে যায়। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় রাজস্থান।

Advertisement

[আরও পড়ুন: ভালোবাসার ‘অত্যাচার’! ভক্তের কাণ্ড দেখে আঁতকে উঠলেন রোহিত]

ম্যাচ শেষে হার্দিক অবশ্য নিজেকেই দায়ী করলেন। তিনি বলেন, “অত্যন্ত কঠিন ম্যাচ ছিল। আমরা ভালো শুরু করতে পারিনি। আমি পালটা মারার চেষ্টা করেছিলাম। ১৫০-১৬০ রানে পৌঁছে যাওয়া অসম্ভব ছিল না। কিন্তু আমার উইকেটটাই আবার ওদের ম্যাচে ফিরিয়ে আনল। আমার আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।” মুম্বই অধিনায়ক পিচের চরিত্র বুঝতে পারেননি বলে স্বীকার করে নেন। কিন্তু দল হিসেবে তাঁদের আরও সাহসী হওয়া উচিত ছিল। বিতর্কের মাঝে ড্যামেজ কন্ট্রোল করতেই কি হার্দিক নিজের কাঁধে দোষ নিলেন? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: ডাগ আউটে নেই কুয়াদ্রাত, কেরলের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ইস্টবেঙ্গলের]

হার্দিক অবশ্য এক্স-এ আশাবাদী হওয়ার কথাই বলেছেন। তিনি লেখেন, “একটা কথা সবার জেনে রাখা ভালো। এই দলটা কখনও হারতে শেখেনি। আমরা হার মানব না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।” মুম্বইয়ের পরের ম্যাচ ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে। সেই ম্যাচ হারলে আরও কঠিন হয়ে যাবে প্লে-অফের রাস্তা। হারের হ্যাটট্রিকের পর কি জয়ের সরণিতে ফিরতে পারবে তারা? হার্দিকের দিশাহীন অধিনায়কত্ব দেখে আশাবাদী হতে পারছেন না ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement