Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

প্রেমদিবসে ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পাণ্ডিয়া! পাত্রীকে চেনেন আপনিও

কেন ফের সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত ভারতীয় অলরাউন্ডারের?

Hardik Pandya and Natasa Stankovic to Marry Again on Valentine's Day | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 12, 2023 5:15 pm
  • Updated:February 12, 2023 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিয়ের পিঁড়িতে বসছেন হার্দিক পাণ্ডিয়া! নতুন করে জীবনকে সাজিয়ে নেওয়ার জন্য ভ্যালেন্টাইনস ডে-কেই বেছে নিলেন ভারতীয় অলরাউন্ডার! পাণ্ডিয়া পরিবারের তরফে এমন খবরই পাওয়া গিয়েছে।

বছর তিনেক আগে করোনা কালে অনুরাগীদের একের পর এক সারপ্রাইজ দিয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। অভিনেত্রী প্রেমিকা নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দেন তিনি। তারপরই জানা যায় চুপিসারে বাগদান পর্ব সেরে ফেলেছেন। মে মাসে লকডাউনের মধ্যেই আবার ভক্তদের জানিয়ে দেন, বাবা হতে চলেছেন তিনি। তখনও অবশ্য হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায়, লকডাউনের মধ্যে ঘরোয়া ভাবেই অন্তঃসত্ত্বা বান্ধবী নাতাশার সঙ্গে চারহাত এক হয়েছে তাঁর। সে বছরই স্ত্রী নাতাশা জন্ম দেন পুত্র সন্তানের। কিন্তু এবার নাকি ছেলে আগস্তকে কোলে নিয়েই নতুন করে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। কিন্তু কেন? তারকা দম্পতির মধ্যে কী এমন হল? সোশ্যাল মিডিয়ায় তাঁদের তো বেশ হাসি-খুশিই দেখায়।

Advertisement

Hardik

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, ধরমশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, কোথায় হবে ম্যাচ?]

এখানেই কাহানি মে টুইস্ট। পাত্রী আর কেউ নন, নাতাশাই। হ্যাঁ, প্রেমদিবসে নাকি ফের স্ত্রীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক। কিন্তু আবারও নাতাশার সঙ্গে ছাদনাতলায় যাওয়ার শখ কেন হল ভারতীয় তারকার? শোনা যাচ্ছে, উদয়পুরে জমকালো অনুষ্ঠান করে সাত পাকে বাঁধা পড়তে চান দম্পতি। করোনা অতিমারীতে কার্যত চুপিসারেই রেজিস্ট্রি করে বিয়ে সেরেছিলেন। অনেক দিন ধরেই বন্ধুবান্ধব পরিজনদের আমন্ত্রণ জানিয়ে ধুমধাম করে বিয়ের কথা ভাবছিলেন। তাই এবার প্রেমদিবসেই ভালভাবে বিয়ে সেলিব্রেট করতে চাইছেন তাঁরা।

hardik1

সম্প্রতি ডেস্টিনেশন ওয়েডিংয়ের হিড়িক পড়েছে সেলিব্রিটিদের। রাহুল-আথিয়া থেকে কিয়ারা-সিদ্ধার্থ- সকলেই বিয়ের জন্য বেছে নিয়েছেন স্পেশ্যাল ভেন্যু। সূত্রের খবর সঠিক হলে, সেভাবেই বিয়ে করতে চান হার্দিক-নাতাশা। আপাতত ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন হার্দিক। তাই এই সময়টিকেই বেছে নিয়েছেন। ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি চলবে বিবাহ অনুষ্ঠান। প্রি-ওয়েডিংয়ের সেলিব্রেশন থেকে গায়ে হলুদ, মেহেন্দি, সংগীত- সব আচার অনুষ্ঠানই হবে। দম্পতির নবদম্পতি হওয়ার ছবি দেখার জন্য যে মুখিয়ে থাকবেন অনুরাগীরা, তা বলাইবাহুল্য।

[আরও পড়ুন: ‘নাম তো মমতা, কবে নির্মমতা হয়ে গেলেন?’, পূর্বস্থলীতে বাংলায় বেনজির কটাক্ষ নাড্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement