Advertisement
Advertisement

Breaking News

Harbhajan Singh

শ্রীসন্থকে চড় মেরে লজ্জিত, বিরাট-গম্ভীরেরও সতর্ক হওয়া উচিত: হরভজন

ম্যাচের পর বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরাট ও গম্ভীর।

Harbhajan Singh speaks out on Virat Kohli and Gautam Gambhir spat | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 2, 2023 4:36 pm
  • Updated:May 2, 2023 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচের পর বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঝামেলা নিয়ে প্রবল চর্চা ক্রিকেটদুনিয়ায়। বিতর্কের মাঝে মুখ খুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটারও। তাঁদের মধ্যে অন্যতম হরভজন সিং (Harbhajan Singh)। ২০০৮ সালে শ্রীসন্থকে চড় মেরেছিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার। সেই প্রসঙ্গ টেনে বলেন, নিজের আচরণের কারণে আজ তিনি লজ্জিত। ১৫ বছর আগের সেই কাণ্ডের জন্য অনুশোচনা করেন।

সোমবার আরসিবি (RCB) বনাম লখনউ (LSG) ম্যাচের পরেই কথা কাটাকাকাটিতে জড়িয়ে পড়েন বিরাট ও গম্ভীর। একে অপরের দিকে তেড়েও যান তাঁরা। অন্য ক্রিকেটাররা কোনওমতে থামিয়ে দেন দুই তারকাকে। আচরণবিধি ভঙ্গের কারণে দুজনেরই একশো শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। গম্ভীর ছাড়াও লখনউয়ের আফগান পেসার নবীন উল হকের সঙ্গেও বিবাদে জড়ান বিরাট। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা যায় নবীনেরও।

Advertisement

[আরও পড়ুন: বিতর্কিত ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় নবীনের বার্তা, আফগান ক্রিকেটারের নিশানায় কি বিরাট?]

এই ঘটনার পরেই সরব হন একাধিক প্রাক্তন ক্রিকেটার। তার মধ্যেই নিজের জীবনের ঘটনা টেনে আনেন হরভজন। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন ভারতীয় স্পিনার। কিংস ইলেভন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় দলের তৎকালীন সতীর্থ শ্রীসন্থের গালে চড় কষিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন আইপিএল (IPL) থেকে নির্বাসিত করা হয় হরভজনকে।

১৫ বছর আগের সেই ঘটনা নিয়ে মঙ্গলবার টুইট করেন প্রাক্তন ভারতীয় স্পিনার। তিনি বলেন, “এই ঘটনা এখানেই শেষ নয়। লোকজন এটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করবে। আমার নিজের জীবনে এমন ঘটনা ঘটেছে বলে বলতে পারি। ১৫ বছর কেটে গেলেও সবসময় ওই ঘটনার কথা মনে পড়ে। ওই ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। ওই সময়ে মনে হয়েছিল বেশ করেছি, তবে আজ বুঝি সেদিন অন্যায় হয়েছিল।”

[আরও পড়ুন: ম্যাচের পরেই তুমুল বাকবিতণ্ডা বিরাট-গম্ভীরের, মোটা অঙ্কের জরিমানা দুই তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub