Advertisement
Advertisement

Breaking News

Harbhajan Singh

‘প্রিয় বন্ধুরাও অচেনা হয়ে যায়’, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট হরভজনের, নিশানায় কি ধোনি?

'আমরা আর বন্ধু নই', ধোনিকে নিয়ে এর আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভাজ্জি।

Harbhajan Singh shares a Cryptic Post Goes Viral Day After Shocking MS Dhoni Revelation

তখন সুখের সময়। ধোনি ও হরভজন। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:December 5, 2024 4:10 pm
  • Updated:December 5, 2024 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে তাঁরা একসঙ্গে বহুদিন খেলেছেন। আইপিএলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অধীনে খেলেছেন হরভজন সিং। কিন্তু এখন তাঁদের মধ্যে বিরাট দূরত্ব। এমনকী, একে অপরের সঙ্গে কথাও বলেন না। নিজেই সেই খবর জানিয়েছেন ভাজ্জি। আর তার পরই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা হরভজনের (Harbhajan Singh)। যা নিয়ে নেটদুনিয়ার বক্তব্য, এটাও ধোনির সঙ্গে সম্পর্কের অবনতি নিয়েই। 

ধোনির অধিনায়কত্বে দুটি টুর্নামেন্টে বিশ্বসেরা হয়েছিল ভারত। আর দুটোতেই ধোনির নেতৃত্বে খেলেছেন হরভজন। আইপিএলেও একদলে ছিলেন। কিন্তু চেন্নাই দলে একসঙ্গে খেলাকালীন মাঠের বাইরে নাকি হরভজনের সঙ্গে কথাই বলতেন না ধোনি! খানিকটা আক্ষেপের সুরেই প্রাক্তন ভারতীয় স্পিনার বলেছিলেন, “না, আমি ধোনির সঙ্গে কথা বলি না। সিএসকে-তে যখন খেলতাম, তখন কথা হত। কিন্তু মাঠের বাইরে নয়। প্রায় ১০ বছর হয়ে গেল, আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।”

Advertisement

আর তার পরই সোশাল মিডিয়ায় হরভজন লিখেছেন, ‘অচেনারাও প্রিয় বন্ধু হয়ে উঠতে পারে। ঠিক সেরকমই প্রিয় বন্ধুও অচেনা হয়ে যায়।’ তার পরই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। কোথাও নাম উল্লেখ না করলেও, অনেকের ধারণা এটা ধোনির উদ্দেশ্যেই লেখা। কেউ লিখেছেন, ‘তুমি নিশ্চয়ই ধোনিকে খুব মিস করো। কিন্তু ধোনি তোমাকে মিস করে না।’

কিন্তু কেন দুজনের কথা বন্ধ? হরভজন নিজেও তার কারণ জানেন না। তাঁর উত্তর, “আমি জানি না। আমার কথা না বলার কোনও কারণ নেই। হয়তো ওর আছে। তবে সেই কারণ আমি জানি না। আমাকে নিয়ে কোনও সমস্যা থাকলে এতদিনে নিশ্চয়ই (ধোনি) বলত। কিন্তু বলেনি। তাই আমি নিজে থেকে আর কখনও ফোন করিনি। আমি তাদেরই ফোন করি, যারা ফোন তোলে।” ভাজ্জির এহেন মন্তব্যে বেশ বিস্মিত ক্রিকেটপ্রেমীদের একাংশ। আর তার পরই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট হরভজনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement