Advertisement
Advertisement

Breaking News

Harbhajan Singh

৭ দিনেও কোনও পদক্ষেপ নেই! আর জি কর কাণ্ডে মমতা-সিবিআইকে খোলা চিঠি হরভজনের

আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ।

Harbhajan Singh opens up on RG Kar murder

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 18, 2024 1:56 pm
  • Updated:August 18, 2024 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে আমজনতা। এবার এই জঘন্য ঘটনার প্রেক্ষিতে সরব হলেন হরভজন সিং। বিশ্বকাপজয়ী স্পিনারের প্রশ্ন, ঘটনার পরে সাতদিনের বেশি সময় কেটে গিয়েছে। তার পরেও কেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এই প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআইকে চিঠি লিখেছেন আপের রাজ্যসভা সাংসদ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3)

Advertisement

[আরও পড়ুন: মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধি! সহকারী রেফারি হলেন রিওলাং

আরজিকরে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-হত্যাকাণ্ডের (RG Kar Doctor Death) রেশ আছড়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। ফুটছে শহর কলকাতা। আরজি কর কাণ্ডে রাত জেগেছে তিলোত্তমা। ক্রিকেটাররা সরব হচ্ছেন। জশপ্রীত বুমরাহ, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজের মতো ক্রিকেট-ব্যক্তিত্ব মুখ খুলেছেন। এবার ইনস্টাগ্রামে সরব হলেন জোড়া বিশ্বকাপজয়ী হরভজন।

রবিবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, মেডিক্যাল কলেজের মতো এমন একটি জায়গা যেখানে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা চলে সেখানে কেন নিরাপদে থাকবেন না চিকিৎসকরা? প্রশাসন যদি তাঁদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে তাহলে চিকিৎসকরা কী করে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন? 

গোটা ঘটনার পরে তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছেন ভাজ্জি। পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিআইয়ের কাছে তাঁর প্রশ্ন, ঘটনার পরে সাতদিন কেটে গেল। তরুণী চিকিৎসকের বিচার চেয়ে পথে নেমেছেন দেশব্যাপী চিকিৎসকরা। কিন্তু এখনও কেন দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হল না? চিকিৎসকরা আন্দোলন করছেন, তার ফলে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তা সত্ত্বেও কেন দ্রুত পদক্ষেপ করা হল না? নিজের খোলা চিঠিতে কেন্দ্রের কাছেও আর্জি জানিয়েছেন হরভজন। গোটা দেশকে নারীদের জন্য সুরক্ষিত করা হোক, প্রার্থনা ভাজ্জির। 

[আরও পড়ুন: আর্শাদের সম্মানে নৈশভোজেও বিতর্ক, অলিম্পিকে পদকজয়ী হকি তারকাদের ‘অপমান’ পাক সরকারের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement