সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়া ২-০ পিছিয়ে রয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটাররা সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার। সমালোচনায় ক্ষতবিক্ষত অজি-শিবির। এবার হরভজন সিং (Harbhajan Singh) অস্ট্রেলিয়াকে কটাক্ষ করলেন। চার ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া ৪-০-তেই হারবে বলে মনে করছেন ভাজ্জি। তিনি আরও বলেন, সিরিজ যদি ১০ ম্যাচেরও হত, তাহলেও অস্ট্রেলিয়া ১০-০-তেই হারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরভজনের স্মরণীয় পারফরম্যান্স রয়েছে। ইডেনে অজিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। যদিও সেই টেস্টে আলো কেড়ে নিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়। সেই ভাজ্জি মনে করেন, এই অস্ট্রেলিয়া দল হিসেবে অত্যন্ত দুর্বল। অতীতের ছায়া এই দল। হরভজন বলছেন, ”অস্ট্রেলিয়া দল অনুশীলনে নকল অশ্বিনের বিরুদ্ধে প্রস্তুতি নিল। আমার মনে হয়, এই অস্ট্রেলিয়া দলটাই নকল। আমার মনে হয় না অস্ট্রেলিয়া এই সফরের জন্য প্রস্তুতি নিয়েছে। ওদের পারফরম্যান্স দেখলে মনে হবে ওরা শুধু আউট হওয়ার প্রস্তুতি নিয়েই এখানে এসেছে।”
এদিকে চোটের জন্য একে একে অজি তারকারা দেশে ফিরে গিয়েছেন। কনুইয়ে চোট পাওয়ায় দেশে ফিরে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। এদিকে নতুন খবর অ্যাস্টন অ্যাগারকে টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
১ মার্চ থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচ। ভাজ্জি নিশ্চিত চার টেস্টের সিরিজ ভারত ৪-০-তে জিতে নেবে। দেশের প্রাক্তন অফস্পিনার বলছেন, ”ভারত এই সিরিজটা ৪-০ ব্যবধানেই জিতছে। সিরিজ যদি ১০ ম্যাচের হত, তাহলেও ভারত ১০-০-তেই জিতত।” এই অস্ট্রেলিয়া দলের শরীরী ভাষাটাই যে দুর্বল। স্মিথদের আগ্রাসন নেই বলে মনে করছেন ভাজ্জি। যে আগ্রাসনের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া। সেটাই দেখা যাচ্ছে না এবারের সিরিজে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.