Advertisement
Advertisement

শ্রীলঙ্কাকে তাচ্ছিল্য করে টুইট, বিতর্কে হরভজন

এমন কী টুইট করলেন তিনি, যা মুছেও দিতে হল?

Harbhajan Singh deletes tweet mocking Sri Lanka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2017 8:16 am
  • Updated:September 24, 2019 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে জড়ালেন জাতীয় দল থেকে ব্রাত্য হরভজন সিং। বহুদিন ধরেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। চেষ্টা চালাচ্ছেন কামব্যাকের। নামছেন রনজি ট্রফির ম্যাচ খেলতেও। কিন্তু এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হয়ে উঠছেন সমান জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হোক কিংবা কোনও ক্রিকেটারের সঙ্গে তর্কে জড়ানো, কোনও কিছুতেই পিছিয়ে নেই তিনি। সামনেই ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। তার আগে বিতর্ক বাড়াল ভাজ্জির নয়া টুইট। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুণারত্নের একটি মন্তব্যের জবাব দিতে গিয়েই টুইটটি করে বসেন তিনি। যদিও পড়ে সেই টুইটটি মুছে দেন টার্বুনেটর নিজেই। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল সে টুইট।

[চতুর্থবার বাবা হলেন রোনাল্ডো, এবার কন্যাসন্তান]

বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। তবে এক সপ্তাহ আগে থেকেই কলকাতায় চলে এসেছে শ্রীলঙ্কা দল। বোর্ড সভাপতি একাদশের সঙ্গে খেলেছে অনুশীলন ম্যাচও। সেই ম্যাচের প্রথম দিনের পরই উপস্থিত সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান ক্রিকেটার করুণারত্নে বলেছিলেন, ‘জাদেজা এবং অশ্বিন দু’জনেই উইকেটের জন্য ক্ষুধার্ত। ওদের কোনও সুযোগই দেওয়া চলবে না। ওদের অত্যন্ত সাবধানে খেলতে হবে। ওরা উইকেট পাওয়ার জন্য বিশেষ কিছু করতে পারে। তাই ওদের আটকাতে আমাদের বিশেষ কিছু করতে হবে।’ এরপরই করুণারত্নের এ কথার জবাব দিতে পালটা টুইট করেন ভাজ্জি। নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘শ্রীলঙ্কা শেষ কয়েকটি সিরিজে যেরকম পারফরম্যান্স করেছে সেরকমই কিছু করবে। ওরা জিম্বাবোয়ের কাছেও হেরে গিয়েছে। প্রথম ইনিংসে ২০০, দ্বিতীয় ইনিংসে ১৫০। শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুবই খারাপ। দেখে ভাল লাগছে না। আশা করি দ্রুতই ওরা নিজেদের আন্তর্জাতিক স্তুরে তুলে নিয়ে যেতে সক্ষম হবে।’

Advertisement

[বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট, শহরে পা রাখলেন বিরাট]

যদিও বিতর্কের কথা ভেবেই পরে হয়ত টুইটটি মুছে ফেলেন ভাজ্জি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এক ক্রিকেটপ্রেমী হরভজনের টুইটের ছবি তুলে পোস্ট করে লেখেন, ‘হরভজন শ্রীলঙ্কান দলের খারাপ পারফরম্যান্সের কথা লিখে টুইট করলেও পরে পোস্টটি ডিলিট করেছেন। হয়ত ভেবেছেন টুইটটি দেখার পর উদ্বুদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ফেলতে পারে শ্রীলঙ্কান দল।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement