Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni Rohit Sharma Harbhajan Singh

কে বেশি বিপজ্জনক? ধোনি না রোহিত? হরভজন ভোট দিলেন এই তারকাকে

কারণ ব্যাখ্যাও করলেন ভারতের প্রাক্তন অফস্পিনার।

Harbhajan Singh compared the abilities of Rohit Sharma and MS Dhoni । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:April 24, 2023 7:08 pm
  • Updated:April 24, 2023 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মা (Rohit Sharma) দু’জনেই বিপজ্জনক ব্যাটসম্যান। কিন্তু দুই তারকার মধ্যে সবচেয়ে বিধ্বংসী কে? ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) মতে ধোনি শেষ তিন ওভারে বিপজ্জনক। কিন্তু রোহিত শর্মা ভারতের প্রাক্তন অধিনায়ক মাহির থেকেও বেশি ভয়ংকর।

ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলকে পাঞ্জাবতনয় বলছেন, ”যে কোনও দিন, যে কোনও সময়ে রোহিত শর্মা ভয়ংকর। ওকে বল করা খুব কঠিন। মহেন্দ্র সিং ধোনিকে খুব বেশি বল আমি করিনি। কারণ ধোনি যখন ব্যাট করতে আসত, তখন আমার স্পেল শেষ হয়ে যেত। কিন্তু যতটুকু বল করেছি, ধোনিকে আউটও করেছি। শেষ তিন ওভারে ধোনি খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। সেই সময়ে আমার ওভার শেষ হয়ে যেত।” এ তো গেল ধোনির কথা।

Advertisement

[আরও পড়ুন: ‘ওঁ লাকি চার্ম, তাই অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা করতে চেয়েছিলাম’, বললেন শচীনের জাবরা ফ্যান]

 

‘হিটম্যান’ প্রসঙ্গে ভাজ্জি জানাচ্ছেন বিশ্বের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যান রোহিত শর্মা। শুরুর দিকে ঢিলেঢালা ব্যাটিং করেন হিটম্যান। তাঁর শটের মধ্যে আলস্যে ভরা আভিজাত্য ফুটে ওঠে। কিন্তু খেলা যত এগোতে থাকে, রোহিত ততই খোলস ছেড়ে বেরোন।

হরভজন বলছেন, ”ম্যাচের উপরে প্রভাব বিস্তার করে রোহিত। ব্যাটিং দক্ষতার দিক থেকে ক্লাস প্লেয়ার ও। ফিনিশার হিসেবে ধোনি বিপজ্জনক বটে কিন্তু রোহিত যদি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যায়, তাহলে ওর থেকে ভাল প্লেয়ার আর কেউ নেই।”

[আরও পড়ুন: ‘দীর্ঘায়ু হোক শচীন’, পাকিস্তানের হয়ে লিটল মাস্টারকে ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা মিয়াঁদাদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement