Advertisement
Advertisement

Breaking News

Hangzhou Asian Games 2023 Smriti Madhana

Smriti Mandhana: এশিয়াডের পর এবার অলিম্পিকেও ক্রিকেট চাইছেন স্মৃতি মান্ধানা

অলিম্পিকে ক্রিকেটকে দেখতে চান স্মৃতি।

Hangzhou Asian Games 2023: Cricket at the Olympics will be as big as the World Cup, reckons Smriti Mandhana। Sangbad Pratidin

সোনা জয়ের পর গায়ে জাতীয় পতাকা জড়িয়ে রয়েছেন স্মৃতি মান্ধানা। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 26, 2023 4:50 pm
  • Updated:September 26, 2023 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে ১৯ রানে জয়। প্রথম বার এশিয়ান গেমস (Hangzhou Asian Games 2023) খেলতে নেমেই মেগা ফাইনালে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে সোনা জিতেছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) ভারতীয় মহিলা দল (Indian Womens Cricket Team)। ফাইনালে হরমন নেতৃত্ব দিলেও, প্রথম দুটি ম্যাচে দলের দায়িত্বে ছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তাই তাঁরও এই সোনা জয়ের অবদান কম নয়। আর তাই এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জেতার পর এবার ক্রিকেটকে আসন্ন অলিম্পিকেও চাইছেন প্রমিলাবাহিনীর এই তারকা ব্যাটার।

স্মৃতি অলিম্পিকে সোনা জেতাকেই পাখির চোখ করছেন। তিনি বলেন, “যে কোনও ক্রীড়াবিদের কাছে অলিম্পিকে খেলা স্বপ্নের মতো ব্যাপার। অন্য দেশের অ্যাথলিটরা যখন পদক গলায় তোলে, তখন দারুণ লাগে। এশিয়ান গেমসে সোনা জয়ের পর জাতীয় সঙ্গীতের সময় বুঝতে পারছিলাম যে, দেশের হয়ে জিতলে কেমন অনুভূতি হয়। অলিম্পিকেও এমন মুহূর্তের সাক্ষী থাকতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: বায়োপিক ‘৮০০’-র প্রচারে শহরে আসবেন মুরলীধরন, উপস্থিত থাকতে পারেন সৌরভ]

ফাইনালে বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও স্মৃতির সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। স্মৃতি ৪৫ বলে ৪৬ এবং জেমাইমা ৪০ বলে ৪২ রান করেন। ফলে নির্বারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান তোলে ভারত। এরপর বাইশ গজে তিতাস সাধু (Titas Sadhu) আগুনে বোলিং করতে শুরু করেন। ফলে ৮ উইকেটে ৯৭ রানে আটকে যায় শ্রীলঙ্কা। ১৯ রানে জিতে সোনা দখল করে নেয় প্রমিলাবাহিনী। এবার রুতুরাজ গায়কোয়াড়-অর্শদীপ সিংদের পারফরম্যান্স করার পালা। ভারতের পুরুষ দল কি সোনা জিততে পারবে? সেটাই দেখার বিষয়।

[আরও পড়ুন: ‘দেবি মান্ধানা’! ভারতের তারকার টানে গ্যালারিতে চিনা সমর্থক, ছবি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement