Advertisement
Advertisement

৪৩ বলে ১৯৩ রান! ২২টি ছক্কা, ১৪টি চার! ক্রিকেট দুনিয়ার নয়া সেনসেশন হামজা সালিম দার

কোন প্রতিযোগিতায় এমন নজির?

Hamza Saleem Dar scores 193 off 43 balls! hits 22 sixes with a strike rate of 449। Sangbad Pratidin

মারকুটে মেজাজে শতরানের পর ব্যাট দেখাচ্ছেন হামজা সালিম দার। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 8, 2023 3:09 pm
  • Updated:December 8, 2023 4:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরেন্দ্র শেহওয়াগ (Virender Shewag), ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্সকে (AB de Villiers) সবাই চেনেন। মারকুটে মেজাজে ব্যাট করার জন্য ক্রিকেট দুনিয়ায় তাঁদের আলাদা পরিচিত রয়েছে। এবার এই কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন হামজা সালিম দার (Hamza Saleem Dar)! কিন্তু কেন খবরের শিরোনামে নাম লেখালেন স্পেনের (Spain) জাতীয় দলে খেলা ২৮ বছরের অখ্যাত হামজা? জেনে নিন।

আসলে ইউরোপিয়ান টি-টেন লিগে (European T-10 Cricket Series) ধুন্দুমার আগুনে ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার হামজা। কাতালুনিয়া জাগুয়ার (Catalunya Jaguar) বনাম সোহাল হসপিটালটেটের (Sohal Hospitalet) ম্যাচে চার-ছক্কার বিস্ফোরণ ঘটিয়েছেন হামজা। মাত্র ৪৩ বলে ১৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৪৯ স্ট্রাইক রেট বজায় রেখে মেরেছেন ২২টি ছক্কা, ১৪টি চার! অলরাউন্ডার হিসেবেই পরিচিত হামজা, ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলছেন। ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি আরও তিনটি শতরানও করেছেন টি-টেন লিগে। সঙ্গে রয়েছে ৫টি অর্ধ শতরান। মোট ১২৮৮ রান। একইসঙ্গে ডানহাতি মিডিয়াম পেসার নিয়েছেন ৩১টি উইকেট।

Advertisement

[আরও পড়ুন: বিরাট ‘স্বার্থপর’! প্রশ্ন শুনেই মাথা গরম করলেন ব্রায়ান লারা]

 

এমন ইনিংস খেলার পর যাবতীয় টি-টেন রেকর্ড যে ভেঙে দেবেন, তাতে আর আশ্চর্য কী! মাত্র ২৪ বলে শতরান করেছিলেন হামজা। মহম্মদ ওয়ারিসের এক ওভারে মেরেছিলেন চারটি ছক্কা। সেই ওভারেই ৪৩ রান দিয়েছিলেন ওয়ারিস। তবে মাত্র ৭ রানের দ্বিশতরান হাতছাড়া করেছিলেন তিনি। অন্যদিকে তাঁর ওপেনিং পার্টনার ইয়াসির আলি ১৯ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন। ফলে তাঁর দল কাতালুনিয়া জাগুয়ার নির্ধারিত ১০ ওভারে কোনও উইকেট না হারিয়েই ২৫৭ রান তুলে দেয়। এর পর জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৪ রানেই আটকে যায় সোহাল হসপিটালটেট। ফলে ১৫৩ রানের বড় ব্যবধানে জয় পায় কাতালুনিয়া জাগুয়ার। এমন বিস্ফোরক মহাকাব্যিক ইনিংসের জন্য ম্যাচের সেরা হয়েছিলেন হামজা।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে ক্রিকেট খেলার ধরন। টেস্ট ক্রিকেটের গরিমা এখনও একইরকম আছে। তবে ৫০ ওভারের ক্রিকেটকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাট। একইসঙ্গে গত কয়েক বছর ধরে একাধিক দেশে রমরমিয়ে চলছে টি-টেন লিগ। চার-ছক্কার সেই বিস্ফোরণ ঘটানোর জন্য জনপ্রিয়তা পাচ্ছে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট। হামজার আগুনে ইনিংস সম্পর্কে গোটা দুনিয়া অবগত হওয়ার পর, টি-টেন লিগ যে প্রতি ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: ধোনিকন্যা জিভার স্কুলের ফি কত? জানলে অবাকই হবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement