Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

‘কয়েকমাস আগেও প্রবল নিন্দা শুনতে হত’, সেঞ্চুরি হাঁকিয়েও অভিমানী রাহুল

লোকে তো যা খুশি বলবেই, অভিমান রাহুলের।

Had to face criticism few months back, says KL Rahul after hitting century | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 28, 2023 1:03 pm
  • Updated:December 28, 2023 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী হবে নিন্দুকদের জবাব দিয়ে? লোকের যা বলার সেটা তো তারা বলবেই। সেঞ্চুরি হাঁকিয়ে এভাবেই সমালোচকদের একহাত নিলেন কে এল রাহুল (KL Rahul)। সাংবাদিক সম্মেলনে এসে তিনি সাফ জানালেন, গত তিন-চার মাস আগেও প্রচুর নিন্দা সহ্য করতে হয়েছে। উল্লেখ্য, বছরের শুরুতেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রাহুল। তার পর চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে।

পায়ের চোটে অস্ত্রোপচারের পর এশিয়া কাপে কামব্যাক করেন রাহুল। প্রথম ম্যাচে খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকান। তার পর থেকেই ভালো ফর্মে রয়েছেন ভারতীয় তারকা। উইকেটকিপিংয়েও তাঁর উপরেই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা সফরে (India vs South Africa) গিয়েও কঠিন পিচে সেঞ্চুরি হাঁকান রাহুল। সেই ইনিংস দেখে মুগ্ধ কিংবদন্তি সুনীল গাভাসকরও। তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের সর্বকালের সেরা সেঞ্চুরির মধ্যে অন্যতম রাহুলের এই ইনিংস।

Advertisement

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে বিপত্তি, লিফটেই আটকে পড়লেন আম্পায়ার! তারপর…]

সেঞ্চুরি হাঁকানোর পরে সাংবাদিক সম্মেলনে এসেই গাভাসকরের মন্তব্য জানতে পারেন রাহুল। পূর্বসূরির প্রশংসা বেশ খুশি মনে গ্রহণ করেন তিনি। তার পরেই উঠে আসে নিন্দুকদের প্রসঙ্গ। রাহুলকে প্রশ্ন করা হয়, কখনও নিন্দুকদের যোগ্য জবাব দিতে ইচ্ছা করে না? সেঞ্চুরি হাঁকানো তারকার সাফ জবাব, “সেটা করে আমি কী পাব? লোকে যা ইচ্ছা তাই বলবেই। পারফর্মার হিসাবে সমালোচনা থেকে দূরে থাকার একটাই অস্ত্র- ভালো পারফর্ম করে যাওয়া।”

রাহুল আরও বলেন, “আজ যারা আমার প্রশংসা করছে, কয়েকমাস আগেও তারা আমার নিন্দা করত। তবে সোশাল মিডিয়ার কথায় প্রভাবিত হলে চলবে না। তাই যতটা সম্ভব সোশাল মিডিয়া থেকে দূরে থাকা দরকার।” তবে রাহুল সেঞ্চুরি করলেও দিনের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত। ইতিমধ্যেই ১১ রানের লিড রয়েছে প্রোটিয়াদের।

[আরও পড়ুন: আইপিএস সেজে পাঁচতারা হোটেলে আমোদ, ঋষভ পন্থের সঙ্গে প্রতারণা! গ্রেপ্তার ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement