Advertisement
Advertisement
Gujarat Titans

সুপার বাইকে চড়ে দুর্ঘটনার কবলে গুজরাট টাইটান্সের সাড়ে ৩ কোটির তরুণ ব্যাটার!

দুর্ঘটনায় সুপার বাইকটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Gujarat Titans Star, Meets With Accident; Super Bike Damaged

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 3, 2024 4:17 pm
  • Updated:March 13, 2024 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের জন্য তাঁকে তিন কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। সেই রবিন মিঞ্জ ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়লেন।

রবিবার এ খবর নিশ্চিত করেন রবিনের বাবা ফ্রান্সিস মিঞ্জ। তিনি জানান, ঝাড়খণ্ডের তরুণ ব্যাটার একটি সুপার বাইক চালাচ্ছিলেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মোটরবাইককে ধাক্কা মারেন তিনি। ফ্রান্সিসের কথায়, “নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাইককে ধাক্কা মারে রবিন। তবে চোট খুব গুরুতর নয়। আপাতত হাসপাতালে ওর চিকিৎসা চলছে। ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছে।”

Advertisement
robin
রবিন মিঞ্জ

[আরও পড়ুন: EXCLUSIVE: মোদির সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!]

জানা গিয়েছে, এই দুর্ঘটনায় সুপার বাইকটির সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ডান হাঁটুতে চোট পান তিনি। চলতি মাসেই শুরু আইপিএল। তার আগে দুর্ঘটনার কবলে পড়ায় খানিকটা হলেও চিন্তায় পড়ল গুজরাট ফ্র্যাঞ্চাইজি। কারণ ঝাড়খণ্ডের জুনিয়র টিমের হয়ে মারকাটারি ব্যাটিংয়ের জন্য ইতিমধ্যেই লাইমলাইটে এসেছে ২১ বছরের ব্যাটারের নাম। তবে চোট তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন রবিনের বাবা। সেক্ষেত্রে আইপিএলের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

দিন কয়েক আগেই এই রবিনের বাবার সঙ্গে দেখা হয়েছিল গুজরাট অধিনায়ক শুভমান গিলের।
ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে চতুর্থ টেস্ট খেলে পাঞ্জাব ফেরার পথে বিমানবন্দরে গিলের সঙ্গে দেখা করেন রবিন মিঞ্জের (Robin Minz) বাবা ফ্রান্সিস জেভিয়ের মিঞ্জ। সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেন তারকা ওপেনার। রবিনের উদ্দেশে লিখেছিলেন, ‘তোমার সফর ও কঠোর পরিশ্রম অনুপ্রেরণা দেওয়ার মতো। আইপিএলের আসরে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছি।’

[আরও পড়ুন: নিরাপত্তাহীন ময়দানের আম্পায়াররা, অকথ্য গালিগালাজের সঙ্গে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement