সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ বছরেরও বেশি আগে ফুটবলের ইতিহাস বদলে দিয়েছিলেন উইলিয়াম ম্যাকক্রাম। পেনাল্টি কিকের মাধ্যমেও যে ফুটবল ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করা যায়, সেই বিষয়টি তিনিই প্রথম প্রকাশ করেন। একশো বছর পেরিয়ে যাওয়ার পরে সেই আইরিশ গোলকিপারের বংশধর জড়িয়ে পড়েছেন আইপিএলে। আস্ত একটা দল পরিচালনা করছেন তিনি।
কথা হচ্ছে জেক লাস ম্যাকক্রামকে নিয়ে। গত কয়েক বছর ধরেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সিইও পদে রয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে জেক যোগ দেন রাজস্থানের ম্যানেজমেন্টে। ২০২১ সাল থেকে তিনি সিইও পদের দায়িত্ব সামলাচ্ছেন। দিনদশেক পরে আইপিএলের মেগা নিলামের টেবিলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাবে জেককে। এহেন পরিস্থিতিতে আচমকাই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়, এই জেক আসলে উইলিয়াম ম্যাকক্রামের বংশধর, যিনি ১৮৯০ সালে পেনাল্টি কিক উদ্ভাবন করেছিলেন।
আইপিএলের মেগা অকশনের আগে জেকের প্রপিতামহের খবর আচমকাই ছড়ায় নেটদুনিয়ায়। প্রশ্ন করা হলে জেক জানান, নেটদুনিয়ার জল্পনাই সত্যি। তাঁর প্রপিতামহই ১০০ বছরেরও বেশি আগে পেনাল্টি কিকের উদ্ভাবন করেছিলেন। এক নেটিজেনের প্রশ্নের উত্তরে রাজস্থান রয়্যালসের সিইও জানান, “যে জায়গায় দাঁড়িয়ে পেনাল্টি কিক তৈরি হয়েছিল, সেখানে কয়েকদিন আগে আমি ঘুরে এসেছি।”
আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্যাবলি থেকে জানা যায়, ১৮৯০ সালে প্রথমবার ফুটবলের ইতিহাসে পেনাল্টি কিক নেওয়া হয়েছিল। পেনাল্টি শট মেরে ম্যাচের বিজয়ী নির্ধারণের ভাবনা এসেছিল জেকের প্রপিতামহ উইলিয়াম ম্যাকক্রামের মাথায়। তাঁর পরিচালনাতেই প্রথমবার ম্যাচে পেনাল্টি কিক মারা হয়। তার পর থেকে একের পর এক হাইভোল্টেজ ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে উইলিয়ামের মস্তিষ্কপ্রসূত পেনাল্টি কিকের মাধ্যমে। গত বিশ্বকাপেও পেনাল্টি শুটআউটে গিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.