Advertisement
Advertisement
India vs World XI

আগস্টে ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ! অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা শুরু বিসিসিআইয়ের

বোর্ডকে এই ধরনের ম্যাচ আয়োজন করার অনুরোধ করেছে কেন্দ্র সরকার।

Government requests BCCI for India vs World XI match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 10, 2022 5:34 pm
  • Updated:July 10, 2022 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বছরভর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi ka Amrit Mahotsav) পালন করছে কেন্দ্র। সেই পরিকল্পনারই অংশ হিসাবে আগামী ২২ আগস্ট ভারত বনাম বিশ্ব একাদশের ম্যাচ চাইছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই বিসিসিআইকে এই ধরনের ম্যাচ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত বনাম বিশ্ব একাদশ বা এশিয়া একাদশ ম্যাচ সচরাচর হয় না। এই ধরনের ম্যাচ বিরলই বলা চলে। কারণ বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার জোগাড় করে এই ম্যাচ আয়োজন বেশ কঠিন কাজ। তবে এই ধরনের ম্যাচ ঘিরে দর্শকদের উদ্দীপনা থাকে অন্য পর্যায়ে। সেকারণেই কেন্দ্র স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ভারত বনাম বিশ্ব একাদশের ম্যাচ চাইছে। সংস্কৃতি মন্ত্রক বিসিসিআইকে এই ম্যাচ আয়োজনের ব্যবস্থা করতে অনুরোধ করেছে।

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ডকে চুনকাম করার লক্ষ্যে ভারত, পন্টিংয়ের ১৯ বছরের পুরনো রেকর্ডের সামনে রোহিত]

বোর্ড (BCCI) জানিয়েছে চাইলেই এই ম্যাচ আয়োজন সম্ভব নয়। এজন্য বেশ ভালরকম কাঠখড় পোড়াতে হবে। প্রথমত দেখতে হবে ওই সময় অন্যান্য বোর্ড ক্রিকেটারদের ছাড়তে পারবে কিনা। ছাড়লেও সেসময় ইংলিশ কাউন্টির (English County) খেলা চলবে। সেই সঙ্গে চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও (CPL)। সুতরাং দেশ ছাড়লেও ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিতে ব্যস্ত থাকতে পারেন। সেদিকেই লক্ষ্য রাখতে হবে। ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে কিনা সেটাও একটা ব্যাপার। 

[আরও পড়ুন: ধোনির সামনেই সিরিজ জয় ভারতের, ড্রেসিংরুমে ঈশানদের পরামর্শ দিলেন ক্যাপ্টেন কুল]

বোর্ড সূত্রের খবর, আগামী ২২ থেকে ২৬ জুলাই আইসিসির (ICC) বার্ষিক কনফারেন্স আছে। বোর্ড কর্তারা সেই কনফারেন্সে থাকবেন। সেখানেই অন্যান্য বোর্ডের আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলবেন বলে সূত্রের দাবি। যদি বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৩-১৪ জন ভাল ক্রিকেটার জোগাড় করা যায়, তাহলে ভারতের ক্রিকেটার পেতে অসুবিধা হবে না। এমনিতে ভারতের জিম্বাবোয়ে সফর শেষ হওয়ার কথা ২০ আগস্ট। কিন্তু ওই সিরিজে ভারতের প্রথম সারির ক্রিকেটাররা খেলবেন না। তাই ২২ আগস্ট খেলা হলে প্রথম সারির ক্রিকেটারদের খেলানো যেতেই পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement