ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বেগুনি জার্সিতে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অজি পেসারও। তবে অনেকের প্রশ্ন, স্টার্ক (Mitchell Starc) কি আদৌ কার্যকর হবেন কেকেআরে? এত টাকা দিয়ে তাঁকে কিনে কতটা লাভবান হবে শাহরুখ খানের দল? নিলামের পরের দিনই যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর (Goutam Gambhir)। তাঁর মতে, স্টার্ককে পেয়ে খুবই উপকৃত হবে দল। কেকেআরের এক্স ফ্যাক্টর হয়ে উঠবেন অজি পেসার।
ঠিক কী জানালেন গৌতি? কেকেআর মেন্টর মনে করেন, “স্টার্ক একজন এক্স ফ্যাক্টর, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। ইনিংসের শুরু থেকে ডেথ ওভার সবক্ষেত্রেই সমান কার্যকরী হতে পারে স্টার্ক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারবে ও। আমাদের দলে খুবই প্রতিভবান দুজন তরুণ পেসার রয়েছে। স্টার্ক থাকলে ওরা লাভবান হবে। শুধু বোলিং নয়, অন্যদের সাহায্য করাটাও দরকার। সমস্ত ক্ষেত্রেই স্টার্কের অবদান থাকবে।”
কেকেআরের বোলিং নিয়েও বেশ আশাবাদী গম্ভীর। তাঁর মতে, “আমাদের বোলিং লাইন আপে বেশ গভীরতা আছে। বরবারই কেকেআরের বোলিং ভালো। মুজিব উর রহমান, গ্যাস অ্যাটকিনসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্কের পাশাপাশি হর্ষিত রানা, সুয়াশ শর্মা, চেতন সাকারিয়া- সকলেই রয়েছে। সমস্ত পরিস্থিতিতে বল করার মতো একাধিক বিকল্প রয়েছে আমাদের হাতে।”
একমাত্র গম্ভীরের অধিনায়কত্বেই দুবার আইপিএল জিতেছিল নাইটবাহিনী। ২০১৪র পর আর ট্রফি আসেনি নাইটদের ঘরে। সেই প্রসঙ্গে গম্ভীরের মত, “আমরা জিতবই, এরকম বলতে পারছি না। তবে শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব, এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি। আশা করি ২০১২ আর ২০১৪র স্মৃতি আবার ফিরিয়ে আনতে পারব। আমার কাছে কেকেআর কেবল দল নয়, একটা আবেগ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.