Advertisement
Advertisement
Goutam Gambhir

কেকেআরকে বিদায় জানাতে বিশেষ ভিডিও শুট গম্ভীরের! ভারতের কোচের পদে নিশ্চিত ‘জিজি’?

ইডেনে এসে শুটিং সেরেছেন কেকেআর মেন্টর।

Goutam Gambhir did special video shoot for KKR fans

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 7, 2024 4:03 pm
  • Updated:July 7, 2024 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসাবে নিশ্চিত গৌতম গম্ভীর! মাসদুয়েক ধরে চলতে থাকা জল্পনায় পাকাপাকিভাবে সিলমোহর পড়ল বলেই অনুমান ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই নাকি কেকেআর মেন্টরের পদ ছেড়েছেন তিনি। নাইটভক্তদের জন্য বিদায়ী বার্তা দিতে ইডেনে বিশেষ ভিডিও শুটও করেছেন। সব দেখে ক্রিকেটমহলের অনুমান, খুব তাড়াতাড়িই হয়তো জাতীয় দলের কোচ হিসাবে ঘোষণা হতে পারে গম্ভীরের নাম।

জানা গিয়েছে, গত শুক্রবার কলকাতায় এসেছিলেন গম্ভীর (Goutam Gambhir)। সোজা পৌঁছে যান ইডেনে। প্রথমে শোনা গিয়েছিল, গম্ভীর কোনও বিজ্ঞাপনের শুটিং করতে কলকাতায় এসেছেন। কিন্তু এক সিএবি কর্তা জানান, কেকেআরের জন্য বিশেষ ভিডিও শুট করেছেন গম্ভীর। খুব সাদামাটাভাবে হলেও, কেকেআর ভক্তদের ইডেন থেকেই বিদায় জানাতে চেয়েছিলেন প্রিয় জিজি। সেই শুটিং হয়ে গিয়েছে গত শুক্রবারই।

Advertisement

[আরও পড়ুন: গোলের পর বাবার মতো সেলিব্রেশন, ছাত্র মেরিনোর উচ্ছ্বাসের কারণ জানালেন কিবু ভিকুনা

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ফের আলোচনা শুরু, তাহলে কি কোচের পদে গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে? কারণ নিয়ম অনুযায়ী, একই সময়ে দুটি পদে থাকতে পারেন না কোনও ব্যক্তি। তাই ভারতীয় দলের কোচ হতে গেলে কেকেআরের (KKR) মেন্টর পদ ছাড়তে হবে গম্ভীরকে। ওয়াকিবহাল মহলের অনুমান, ইতিমধ্যেই মেন্টরের পদে ইস্তফা দিয়েছেন গম্ভীর। দিন কয়েকের মধ্যেই সরকারিভাবে কোচের পদে তাঁর নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের (India Cricket Team) কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তার পরে জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গিয়েছে ভারতের তরুণ স্কোয়াড। সেই দলের কোচ ভিভিএস লক্ষ্মণ। এর পরে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। সেই সিরিজের আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই। সম্ভবত তখনই আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন দুবারের বিশ্বকাপজয়ী তারকা। 

[আরও পড়ুন: ‘ইতিহাসে থাকবে এই গোল’, প্রাক্তন ছাত্র মেরিনোর কীর্তিতে উচ্ছ্বসিত ভিকুনা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement