সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সিতে তাঁরা যুযুধান প্রতিপক্ষ। কিন্তু আইপিএলের জগতে একসঙ্গে ম্যাচ জেতানোর দায়িত্ব তাঁদের কাঁধে। সেখানে আবার বন্ধু। কিন্তু এই আইপিএলে আরসিবি-র জার্সিতে খেলার শুরুটা ভালো হয়নি গ্লেন ম্যাক্সওয়েল ও বিরাট কোহলির। অন্তত অজি তারকার দিক থেকে তো অবস্থাটা সেরকমই ছিল।
কেন? কারণ, আরসিবি-র প্রথম দিনের অনুশীলনেই টের পান তাঁকে সোশাল মিডিয়ায় ‘ব্লক’ করে দিয়েছেন কোহলি। যার নেপথ্যে দেশের জার্সিতে দুজনের বাদানুবাদ। যেটা ঘটেছিল ২০১৮-র বর্ডার-গাভাসকর ট্রফির উত্তপ্ত পরিবেশে। যদিও প্রথমে বিরাটই স্বাগত জানিয়েছিলেন অজি তারকাকে। তার পরই আচমকা পালাবদল।
২০২১-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কিনেছিল। গত তিনবছর ধরে বিরাটের সঙ্গেই খেলেছেন তিনি। কিন্তু শুরুটা কীরকম হয়েছিল? ম্যাক্সওয়েল বলছেন, “যখন আমি বেঙ্গালুরুতে খেলার খবর পাই, তখন বিরাটই আমাকে প্রথম মেসেজ করে স্বাগত জানায়। আইপিএলের আগে যখন অনুশীলনে যোগ দিই, তখনও আমাদের মধ্যে প্রচুর গল্প হয়। আমি সোশাল মিডিয়ায় গিয়ে ওকে ফলো করার চেষ্টা করি। কিন্তু আমি ওকে খুঁজেই পাইনি।”
সেই সঙ্গে ম্যাক্সওয়েলের সংযোজন, “এটা আমি জানতাম যে ও সোশাল মিডিয়ায় আছে। তবু ভাবছিলাম, ও হয়তো ইনস্টাগ্রামে অতো সড়গড় নয়। তার পর আমাকে একজন বলে, বিরাট হয়তো ব্লক করে দিয়েছে, তাই আমি ওকে খুঁজে পাচ্ছি না। সেটা আমার বিশ্বাসই হয়নি।”
‘ম্যাড ম্যাক্স’ এর পর সোজা গিয়ে বিরাটকেই বিষয়টা জিজ্ঞেস করেন। ম্যাক্সওয়েলের বক্তব্য, “আমি ওকে গিয়ে জিজ্ঞেস করি, ‘তুমি কি আমাকে ইনস্টাগ্রামে ব্লক করেছ?’ বিরাট হালকাভাবেই উত্তর দেয়, ‘হ্যাঁ। টেস্ট ম্যাচ চলাকালীন তুমি আমাকে একবার ব্যঙ্গ করেছিলে। আমার খুব রাগ হয় এবং তোমাকে ব্লক করে দিই’। বিরাটের উত্তর শুনে আমার মনে হয়েছিল, ‘যাক সমানে-সমানে হয়ে গেল’। পরে অবশ্য ও আমাকে আনব্লক করে দেয় এবং আমার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.