Advertisement
Advertisement
Glenn Maxwell

কতদিন আইপিএল খেলবেন? টুর্নামেন্টে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল

কী বললেন অজি তারকা?

Glenn Maxwell declares he will entertain crowds in the IPL until he can't walk anymore । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 6, 2023 12:54 pm
  • Updated:December 6, 2023 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন হাঁটার ক্ষমতা থাকবে, ততদিন আইপিএল খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অজি তারকা নিজের ভবিষ্যৎ স্থির করে ফেলেছেন। সব ছেড়ে দিলেও শেষ পর্যন্ত আইপিএলই (IPL) খেলবেন তিনি।
এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস ক্রিকেটপাগলরা দীর্ঘকাল মনে রাখবেন। সেই ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার শোকেসে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিতে চান। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই বিশ্বকাপ জেতার জন্য এখন থেকেই ম্যাক্সওয়েল  নিজেকে তৈরি করছেন। 

[আরও পড়ুন:মোদির সঙ্গে করমর্দনের পর কেন ১০ মিনিট মঞ্চে একাই দাঁড়িয়েছিলেন কামিন্স? জানালেন সতীর্থ]

বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচে মেলবোর্ন স্টারসকে নেতৃত্ব দিতে নামবেন ম্যাক্সওয়েল। গাব্বায় মেলবোর্ন স্টারসের প্রতিপক্ষ ব্রিসবেন হিট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। সেই টুর্নামেন্টে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তিনি বলছেন, ”আইপিএল হল সেই টুর্নামেন্ট যা আমি শেষ পর্যন্ত খেলে যাব। যতদিন হাঁটার ক্ষমতা থাকবে, ততদিন আমি আইপিএল খেলব।”
অজির কথাতেই পরিষ্কার, আইপিএল টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন তিনি। ম্যাড ম্যাক্স বলছেন, ”আমার কেরিয়ারে আইপিএল খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যে কোচেদের অধীনে খেলেছি, যে সব আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে কাঁধ ঘষাঘষি করেছি, তাঁদের থেকে অনেক কিছু শিখেছি। এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে দু মাস ধরে কথা বলা, অন্যদের খেলা দেখা, যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো ব্যাপার।”
বিশ্বজয়ের পরে অজি ক্রিকেটাররা পরবর্তী ফোকাস স্থির করে ফেলেছেন। সেই টুর্নামেন্টে সফল হওয়ার জন্য মানসিক ভাবে নিজেদের তৈরি করে দিয়েছেন এখন থেকেই। 

Advertisement

[আরও পড়ুন: রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত বিরাট-শচীন, তালিকায় ৮ হাজার বিশেষ অতিথি!]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement